'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন::::

অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন Evernote Scannable এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive অ্যাপটি ব্যবহার করতে পারেন।
২. বারকোড রিডার
বিভিন্ন পণ্যর গায়ে লাগানো থাকে বারকোড। কিন্তু সেই বারকোডে কী লেখা রয়েছে তা পড়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটিকে। এ ক্ষেত্রে একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আইফোনের জন্য একটি বারকোড স্ক্যানার অ্যাপ হলো Quick Scan. এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা ব্যবহার করতে পারেন ShopSavvy Barcode & QR Scanner.
৩. ভাষান্তর
বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ভাষার লেখা বুঝতে পারেন না? এ সমস্যার সমাধান দিতে পারে আপনার স্মার্টফোন ক্যামেরা। এ ক্ষেত্রে বাংলা ভাষার সাপোর্ট খুব একটা পাওয়া না গেলেও বহু ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে নিতে পারবেন। এ জন্য ডাউনলোড করতে হবে Google Translate. এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক।
৪. নক্ষত্র পর্যবেক্ষণ
আকাশে বহু তারার মাঝে কোনটির নাম কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়? আপনার সেই আগ্রহ মেটানোর জন্যও রয়েছে উপায়। এক্ষেত্রে SkyView নামে একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। এতে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই ব্যবস্থা রয়েছে। এ অ্যাপটি আপনার স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন নক্ষত্রের অবস্থান যেমন জানাবে তেমন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকেও চেনাবে।
৫. সিসি ক্যামেরা
আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় কিন্তু কিছুটা হলেও ভালো থাকে ক্যামেরা তাহলে এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত ফোন প্রয়োজন। বাড়ির ভেতরে বা বাইরে যে স্থান দেখতে চান, তার দিকে তাক করে রাখুন মোবাইলের ক্যামেরাটি। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা ‘Salient Eye’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে মেসেজ দেখতে পারবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা Manything নামে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
- See more at: http://corporatenews.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB.html#sthash.cpU0sBSe.dpuf
 অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন Evernote Scannable এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive অ্যাপটি ব্যবহার করতে পারেন।
২. বারকোড রিডার
বিভিন্ন পণ্যর গায়ে লাগানো থাকে বারকোড। কিন্তু সেই বারকোডে কী লেখা রয়েছে তা পড়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটিকে। এ ক্ষেত্রে একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আইফোনের জন্য একটি বারকোড স্ক্যানার অ্যাপ হলো Quick Scan. এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা ব্যবহার করতে পারেন ShopSavvy Barcode & QR Scanner.
৩. ভাষান্তর
বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ভাষার লেখা বুঝতে পারেন না? এ সমস্যার সমাধান দিতে পারে আপনার স্মার্টফোন ক্যামেরা। এ ক্ষেত্রে বাংলা ভাষার সাপোর্ট খুব একটা পাওয়া না গেলেও বহু ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে নিতে পারবেন। এ জন্য ডাউনলোড করতে হবে Google Translate. এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক।
৪. নক্ষত্র পর্যবেক্ষণ
আকাশে বহু তারার মাঝে কোনটির নাম কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়? আপনার সেই আগ্রহ মেটানোর জন্যও রয়েছে উপায়। এক্ষেত্রে SkyView নামে একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। এতে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই ব্যবস্থা রয়েছে। এ অ্যাপটি আপনার স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন নক্ষত্রের অবস্থান যেমন জানাবে তেমন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকেও চেনাবে।
৫. সিসি ক্যামেরা
আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় কিন্তু কিছুটা হলেও ভালো থাকে ক্যামেরা তাহলে এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত ফোন প্রয়োজন। বাড়ির ভেতরে বা বাইরে যে স্থান দেখতে চান, তার দিকে তাক করে রাখুন মোবাইলের ক্যামেরাটি। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা ‘Salient Eye’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে মেসেজ দেখতে পারবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা Manything নামে অ্যাপটি ব্যবহার করতে পারেন।*****
অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। - See more at: http://corporatenews.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB.html#sthash.cpU0sBSe.dpuf
অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন Evernote Scannable এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive অ্যাপটি ব্যবহার করতে পারেন।
২. বারকোড রিডার
বিভিন্ন পণ্যর গায়ে লাগানো থাকে বারকোড। কিন্তু সেই বারকোডে কী লেখা রয়েছে তা পড়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটিকে। এ ক্ষেত্রে একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আইফোনের জন্য একটি বারকোড স্ক্যানার অ্যাপ হলো Quick Scan. এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা ব্যবহার করতে পারেন ShopSavvy Barcode & QR Scanner.
৩. ভাষান্তর
বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ভাষার লেখা বুঝতে পারেন না? এ সমস্যার সমাধান দিতে পারে আপনার স্মার্টফোন ক্যামেরা। এ ক্ষেত্রে বাংলা ভাষার সাপোর্ট খুব একটা পাওয়া না গেলেও বহু ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে নিতে পারবেন। এ জন্য ডাউনলোড করতে হবে Google Translate. এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক।
৪. নক্ষত্র পর্যবেক্ষণ
আকাশে বহু তারার মাঝে কোনটির নাম কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়? আপনার সেই আগ্রহ মেটানোর জন্যও রয়েছে উপায়। এক্ষেত্রে SkyView নামে একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। এতে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই ব্যবস্থা রয়েছে। এ অ্যাপটি আপনার স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন নক্ষত্রের অবস্থান যেমন জানাবে তেমন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকেও চেনাবে।
৫. সিসি ক্যামেরা
আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় কিন্তু কিছুটা হলেও ভালো থাকে ক্যামেরা তাহলে এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত ফোন প্রয়োজন। বাড়ির ভেতরে বা বাইরে যে স্থান দেখতে চান, তার দিকে তাক করে রাখুন মোবাইলের ক্যামেরাটি। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা ‘Salient Eye’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে মেসেজ দেখতে পারবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা Manything নামে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
- See more at: http://corporatenews.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB.html#sthash.cpU0sBSe.dpuf

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন

Free Barcode Maker & Reader

Free Online Barcode Maker :::::

আসসালামু আলাইকুম।
আপনি নিজে-নিজেই এখন  এখান থেকে  অনলাইনে ফ্রি বারকোড তৈরি করতে পারবেন।
তাহলে আর দেরি কেন?
ভালো থাকুন সবাই।
ধন্যবাদ।

Decode a 1D or 2D barcode :::

আবার সেই বারকোড অথবা যেকোন বারকোডের ছবি বা লিংক সাবমিট করে আপনি জানতে পারবেন, সেই বারকোডের মধ্যে কী কী লেখা আছে!!
তাহলে দেরি না করে এখুনি এই লিঙ্কে ক্লিক করুন। আর জেনে নিন বারকোডের বিস্তারিত।
ধন্যবাদ সবাইকে।

ইউটিউব url টিপস এন্ড ট্রিকস

ইউটিউব url টিপস এন্ড ট্রিকস:::

ভিডিও ডাউনলোড করাঃ 

http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তাহলে এড্রেসবারে http://www.OKyoutube.com/watch?v=_wfrZXKFPAU লিখে Enter মারুন দেখবেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে।
এরকম আরও হাজারখানেক নিয়ম আছে। OK এর জায়গায় kiss লিখতে হবে। অর্থাৎ যদি নিwww.youtube.com/watch?v=_wfrZXKFPAU ভিডিওটা ডাউনলোড করতে হয় তবে এড্রেসবারে http://www.kissyoutube.com/watch?v=_wfrZXKFPAU লিখলেই চলবে!
আরেকটা আছে youtube000 এখানে যদি লিঙ্ক হয় http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU তাহলে ডাউনলোডের লিঙ্ক হবে http://www.youtube.com000/watch?v=_wfrZXKFPAU । এখানে flv, mp4 , 3gp তিনটাই আছে দেখলাম ।

আরেকটা youtube এর জায়গায় keephd লিখলে অর্থাৎ http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU এটা ডাউনলোড করতে http://www.keepHD.com/watch?v=_wfrZXKFPAU লিখলে Flash, For mobile, Mp4, HQ MP4(720p), HQ MP4(1080p) ফরমাটের ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

হাই কোয়ালিটি ভিডিও দেখাঃ

ইউটিউবের সব ভিডিও হাই কোয়ালিটিতে থাকে না। আপনি ইচ্ছা করলে তা হাই কোয়ালিটিতে দেখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে url এর শেষে ‘&fmt=18′ অথবা ‘&fmt=22′ যোগ করতে হবে।
উদাহরনঃ http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k তে ভিডিও টি সাধারণ কোয়ালিটিতে আছে এক্ষেত্রে আপন http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=18 অথবা http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=22 তে হাই কোয়ালিটি ভিডিও পাবেন।

হাই-কোয়ালিটি ভিডিও এমবেড করাঃ

এর জন্য শেষে “&ap=%2526fmt%3D18″ অথবা “&ap=%2526fmt%3D22″ যোগ করতে হবে।

ভিডিওর নির্দিষ্ট অংশ দেখাঃ

ধরুন আপনার পুরো ভিডিওটি দেখার দরকার নেই। ১ মিনিট ২২ সেকেন্ড পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে url এর শেষে #t=01m22s (#t=XXmYYs for XX mins and YY seconds) zOg করুন।

ভিডিওর নির্দিষ্ট অংশ এমবেড করাঃ

ধরুন আপনি ভিডিওটির ৩০ সেকেন্ড পর থেকে এমবেড করতে চান। সেক্ষেত্রে url এর শেষে ‘&start=30′ যোগ করুন।

এমবেডেড ভিডিও অটোপ্লে করাঃ

কোন সাইটে কোন ভিডিও এমবেড করার পর সাধারণত ভিডিওর উপর ক্লিক না করা পর্যন্ত শুরু হয় না। শেষে ‘&autoplay=1′ যোগ করলে পেজ লোড হবার সাথে সাথে ভিডিও প্লে হওয়া আরম্ভ করবে। আর ক্লিক করার দরকার হবে না। যেমন

এমবেডেড ভিডিও অটোমেটিক্যালি রি-প্লে করাঃ

‘&loop=1′ যোগ করে আপনি এটা করতে পারেন। অর্থাৎ ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এটি আবার শুরু হবে।

রিলেটেড ভিডিও ডিজএবল করাঃ

এক্ষেত্রে ‘&rel=0′ যোগ করলেই হবে।

এমপিথ্রি ডাউনলোডঃ

http://www.vidtomp3.com/ সাইটে গিইয়ে youtube link টি দিলেই সেখান থেকে mp3 ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

অতি দ্রুত অপারেটিং সিস্টেম ইন্সটল করুন

অতি দ্রুত অপারেটিং সিস্টেম ইন্সটল করুন::::

ভাইরাস বা অন্য কোন কারনে আমাদের প্রায়ই অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয় যা সময় সাপেক্ষ এবং ঝামেলার। এই ক্ষেত্রে Norton Ghost এর মাধ্যমে দ্রুত (চার থেকে পাঁচ মিনিট)  অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়।


Norton Ghost একটি image file তৈরি এবং image file restore করার software প্রথমে http://www.symantec.com/norton/ghost থেকে ডাউনলোড করে নিন (টরেন্ট দিয়ে ডাইনলোড করলে কোন টাকা লাগবে না)।তারপর বুটেবল সিডি করে নিন। প্রথমেই কম্পিউটারে ফ্রেশ উইন্ডোজ ইন্সষ্টল করে সকল ডিভাইস ড্রাইভার ও অন্যান্য প্রয়োজন সফটওয়্যার ইন্সষ্টল করে নিতে হবে। এরপর Norton ghost এর মাধ্যমে উইন্ডোজটির একটি Image file তৈরী করে তা hard disk or DVD তে সংরক্ষণ করে রাখুন।ভাইরাস বা অন্য কোন কারনে অপারেটিং সিস্টেম ক্রাশ করলে Norton Ghost এর মাধ্যমে image file কে পুনরায় restore করা যায়। ফলে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করার প্রয়োজন নাই এমনকি কোন software or driver install করার প্রয়োজন নাই।


Norton Ghost সাহায্যে Image তৈরী করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুনঃ

  • প্রথমে Norton Ghost এর সিডি থেকে কম্পিউটার কে রান করান।
  •  বুট হওয়ার পর Norton Ghost সফটওয়্যারটি অটোরান করবে।
  • Welcome স্ক্রীনে OK তে ক্লিক করুন।
  • এরপর মেনুবার থেকে Local→Partition→To Image সিলেক্ট করুন।
  • কম্পিউটারে যদি একাধিক Hard disk থাকে তবে যে Hard diskটির ইমেজ তৈরী করতে চান সেটি Select Local Source drive by clicking on the drive number উইন্ডো থেকে সেই Hard disk টি Select করে OK চাপুন।
  • Select Source Partition from Basic Drive উইন্ডো থেকে Primary Partition অথাৎ যে Partition এ Windows ইন্সষ্টল করা আছে সেটি Select করে OK চাপুন।
  • File name to Copy Image to উইন্ডো থেকে যে ড্রাইভে ইমেজ ফাইলটি Save করতে চান সেই ড্রাইভটি Select করুন এবং File name box এ ইমেজ ফাইলটির একটি নাম দিয়ে OK চাপুন।
  • ইমেজ ফাইলটি যদি কম্প্রেস করতে না চান তবে No চাপুন, যদি দ্রুত কম্প্রেস করতে চান তবে Fast চাপুন, খুব বেশী কম্প্রেস করতে চাইলে High চাপুন।
  • Process with partition Image creation উইন্ডোতে Yes এ Click করুন। আপনার কম্পিউটারের উইন্ডোজের ইমেজ তৈরী শুরু হয়ে যাবে।
  • Image তৈরী শেষ হলে সফটওয়্যার থেকে বেরিয়ে যান এবং কম্পিউটারটি Restart করুন।


Norton Ghost 2003 সাহায্যে Windows Restore করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুনঃ
  •  Norton Ghost সিডি থেকে কম্পিউটারটি বুট করান।
  • বুট হওয়ার পর Norton Ghost সফটওয়্যারটি অটোরান করবে।
  • Welcome স্ক্রীনে OK তে ক্লিক করুন।
  • এরপর যে মেনুবার আসবে সেখান থেকে Local→Partition→From Image সিলেক্ট করুন।
  •  Image file name to restore from উইন্ডো থেকে যেখানে আগের তৈরী করা Image ফাইলটি Save আছে সেটি Look in বক্স থেকে Select করে Open এ ক্লিক করুন।
  • Select source partition from Image file উইন্ডো থেকে Primary Select করে OK চাপুন।
  • আপনার কম্পিউটারে যদি একাধিক Hard disk থাকে তবে যে Hard disk টিতে Restore করতে চান সেটি Select local destination drive by clicking on the drive number উইন্ডো থেকে সেই Hard disk টি Select করে OK চাপুন।
  • Select destination Partition from Basic drive উইন্ডো থেকে Primary Select করে OK চাপুন।
  • Process with Partition Restore উইন্ডোতে Yes এ Click করুন।
  • Image Restore হয়ে গেলে সফটওয়্যার থেকে বেরিয়ে যান এবং কম্পিউটারটি Restart করুন।

 

আপনার windows 7,8,8.1 ও10 update চিরতরে বন্ধ করুন !

আপনার windows 7,8,8.1 ও10 update চিরতরে বন্ধ করুন !

এবার আপনার windows 7,8,8.1 ও10 update  চিরতরে বন্ধ করে নিল করুন ! আর সেভ করুন আপনার ইন্টার নেট ডাটা।
আমরা অনেকেই আছি যারা মনে করি windows update এ গিয়ে Turn of automatic updating করলে কাজ শেষ।
বাস্তবে এটা ঠিক করলে ইন্টারনেট ডাটা নষ্ট হয় ।
আজ আপনাদের দেখাবো  কি  করে  এই সমস্য খেকে মুত্তি  পাবেন।

Trace করুন আপনার কাছে আসা ইমেইল

Trace করুন আপনার কাছে আসা ইমেইল:::

আমি আজ আপনাদের ইমেইল ট্রেস করার পদ্ধতি শেখাবো। আজ মূলত আমি ইয়াহু! তে প্রাপ্ত ইমেইল এর ip trace করার পদ্ধতি দেখাবো। আর Gmail ও Hotmail আপনি নিজেই পারবেন, আমি খুব সংক্ষেপে বলব।
ইমেইল এড্রেস ট্রেস করার পদ্ধতিতে যে জিনিসটা খুব জরুরি তা হল email header। মুলত এর মাধ্যমেই ট্রেস করা সম্ভব হয়। প্রথমে আপনার যে মেইল ট্রেস করতে চান তার email header সংগ্রহ করতে হবে। email header দেখতে নিচের এই লেখা গুলোর মত যা আপনাকে সংগ্রহ করতে হবে--
তাহলে এই লিঙ্কে ক্লিক  করুন।
ধন্যবাদ।**

ফেসবুক আইডি'র অবাক করা তথ্য

ফেসবুক আইডি'র অবাক করা তথ্য:::

আপনি কি জেনেন আপনার আইডি কে কে ভিজিট করে ?? আপনার অজান্তেই আপনার আইডি আপনার অনেক পরিচিত বা অপরিচিত মানুষ ভিজিট করে।যদি জানতে পারেন কে কে প্রতিনিহত আপনার আইডি দেখতেছে তাহলে অনেক ভাল হত তাইনা ??
তাহলে বিস্তারিত দেখুন…
কীভাবে দেখবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করেছে (অ্যাপ ছাড়া)। আমরা অনেক সময় কৌতুহল বশত জানতে চাই যে, কে কে আমার প্রোফাইল ভিজিট করলো? আবার অনেক সময় জানতে ইচ্ছে করে “ ফেসবুকের কোন বন্ধুটা চুপটি করে এসে কে আমার এফবি প্রোফাইল সবচেয়ে বেশি উলটে পালটে ঘুরে ঘুরে দেখেছে।”
সামান্য কিছু পদ্ধতিতে দেখুন কিভাবে মেটাবেন  আপনার কৌতুহল।
১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।
২) তারপর আপনার প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩) এখন কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করুন একসাথে, আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন।
৪) এখন কিবোর্ড থেকে CTRL+F প্রেস করুন। যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন {“list”:
৫) {“list”: এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে। প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রোফাইল ভিজিট করেছে তার আইডি।
৬) এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন? তো যেকোন একটা আইদি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রোফাইল চলে আসতেছে।
http://www.facebook.com/Facebook_Profile_Idএখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন। উদাহরণঃ http:// www.facebook com/1234567
বিঃদ্রঃ যদি {“list”: দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি নিচের ছবির মত দেখা যাবে।

সোমবার, ৯ মে, ২০১৬

পায়ের গোড়ালি ফাটা ও সমাধান::::

পায়ের গোড়ালি ফাটা ও সমাধান:::::

 পায়ের গোড়ালি ফাটার কারণ :

    শুষ্ক জলবায়ুযুক্ত স্থানে বসবাস
    স্থূলতা
    সমানে খালি পায়ে হাঁটা বা চটি অথবা গোড়ালি খোলা জুতো পরা
    নিষ্ক্রিয় ঘর্মগ্রন্থি
    খুব বেশি শুকিয়ে যাওয়া
    ময়েসচারাইজারের অভাব
    পায়ের সঠিক যত্ন না নেয়া
    অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

যদি সঠিক ভাবে পা ফাটা প্রতিরোধ করা সম্ভব না হয় তবে এই ফাটা অনেক বেশি গভীর পর্যন্ত চলে যায় যার ফলে রক্তপাতও হতে পারে। তাই পা ফাটাকে অবহেলা না করে এটি প্রতিরোধের উপায় খুঁজতে হবে। খুব সহজেই ঘরে বসে আপনি প্রতিরোধ করতে পারেন এই যন্ত্রণাদায়ক পা ফাটা রোগটি।

চালের গুঁড়ার ব্যবহার

একমুঠো চালের গুঁড়ো নিয়ে এতে ২/৩ টেবিল চামচ মধু, ২ তেবিল চামচ ভিনেগার, ১ তেবিল চামচ অলিভ অয়েল/ আলমণ্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুণ। প্রথমে ১০ মিনিট গরম পানিতে পা ভিজিয়ে নিয়ে এই পেস্টটি দিয়ে পায়ের গোড়ালি ভালো করে স্ক্রাব করে নিন। এতে করে পায়ের মরা চামড়া দূর হবে এবং শুষ্ক ভাবও চলে যাবে।

নিম পাতার ব্যবহার

১০/১৫ টি নিম পাতা নিয়ে ধুয়ে ভালো করে বেটে নিন। এতে ৩ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি পায়ের গোড়ালিতে লাগিয়ে নিন পুরু করে। ৩০ মিনিট রেখে গরম পানি দিয়ে পা ভালো করে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান দ্রুত পা ফাটা রোধ করবে।

মধুর ব্যবহার

মধুর ময়েসচারাইজিং এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পা ফাটা ও শুষ্ক ত্বক দুটোই দূর করতে সাহায্য করে। অর্ধেক বালতি পানিতে ১ কাপ পরিমানে মধু ভালো করে মিশিয়ে নিয়ে এই পানিতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এরপর একটি স্ক্রাবার দিয়ে আলতো করে পা ঘষে নিন।

গোলাপজল ও গ্লিসারিনের ব্যবহার

গোলাপজলে রয়েছে ভিটামিন এ, বি৩, সি, ডি ও ই, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা পা ফাটা দূর করে। এবং গ্লিসারিন ত্বককে নরম ও কোমল করতে সহায়তা করে। সমান পরিমাণ গোলাপজল এবং গ্লিসারিন মিশিয়ে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের গোড়ালি ও পাতায় ম্যাসেজ করুণ।

কলার ব্যবহার

সব চাইতে সহজ পদ্ধতিটি হচ্ছে কলার ব্যবহার। একটি পাকা কলা নিয়ে তা ভালো করে পিষে নিন। পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই পিষে নেয়া কলাটি পায়ের ওপর লাগান। ১০-১৫ মিনিট পড়ে গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। এরপর ঠাণ্ডা পানিতে পা খানিকক্ষণ ডুবিয়ে রাখুন।

লেবুর ব্যবহার

লেবুর এসিডিক উপাদান পায়ের ত্বক রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে পা ফাটা রোধ করে। একটি লেবু কেটে নিয়ে সরাসরি তা দিয়ে পায়ের গোড়ালিতে ঘষুন। এছাড়া হাল্কা গরম পানিতে লেবুর রস চিপে দিয়ে ১০-১৫ মিনিট ডুবিয়ে রেখে ঝামা ইট দিয়ে ঘষে নিন পায়ের গোড়ালি। পা ফাটা প্রতিরোধ হবে।

লবণ গরম পানির ব্যবহার

অর্ধেক বালতি গরম পানিতে ২ টেবিল চামচ লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এতে পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর ঠাণ্ডা পানিতে পা ডুবান। এতে করে পায়ের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এরপর পা ধুয়ে মুছে নিয়ে ফুটক্রিম বা পেট্রোলিয়াম জেলি ম্যাসেজ করে নিন। খুব দ্রুত পা ফাটা থেকে রেহাই পাবেন।

জেনে নিন গর্ভের সন্তান ছেলে না মেয়ে ?

জেনে নিন গর্ভের সন্তান ছেলে না মেয়ে ?

 গর্ভের শিশুটি ছেলে না কি মেয়ে হবে? মা-বাবারও জানার আগ্রহের কমতি থাকে না। তবে ২০ সপ্তাহের আগে শিশুটির লিঙ্গ Gender সম্পর্কে ডাক্তার জানাতে পারেন না। ২০ সপ্তাহ তো অনেক সময়, একটু চেষ্টা করলেই আগে জানা যায়। অনেক মায়েরাই তাদের গর্ভের সন্তান সম্পর্কে আলট্রাসনগ্রাম করার আগেই জানতে পারেন। কিন্তু, কীভাবে তা সম্ভব হয়, আজ আপনারাও তা জেনে নিন –

১. কোন খাবারের প্রতি আপনার আকর্ষণ :

বেশীরভাগ মহিলা গর্ভাবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে। যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাওয়ার প্রবল ইচ্ছা জাগে। আপনার ক্ষুধিত খাদ্য টাইপ আপনার গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে। আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার ইচ্ছা হয়, তাহলে সম্ভবত মেয়ে হবে আর যদি নিমকি এবং মসলাদার খাবার খাওয়ার ইচ্ছা হয়, তাহলে ছেলে হতে পারে।

২. পেটে সমস্যা হচ্ছে কি :

সমীক্ষায় দেখা গেছে, যাদের গর্ভাবস্থায় সকালে হালকা বমি বা অন্য কোন সমস্যা হয় নি তাদের ছেলে হয়েছে। তবে, শিশুটি মেয়ে হলে পেটে ব্যথার সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায়।

৩. পেটের অবস্থান :

গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হলে, মেয়ে শিশু হবে। আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে হবে। শিশুটি যদি পেটের ডানদিকে আছে বলে মনে হয়, তাহলে মেয়ে হবে। আর যদি সমস্ত পেট জুড়ে বা বামদিকে অনুভূত হয় তাহলে ছেলে হবে।

৪. হার্টবিট রেট :

ডাক্তারের নিকট চেকআপের সময়, যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন, হৃদস্পন্দনের রেট কত। হৃদস্পন্দন যদি 140 BPM এর বেশি অথবা সমান হয়, তাহলে শিশুটি মেয়ে। আর যদি হৃদস্পন্দনের রেট 140 BPM এর কম হয়, তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে।

৫. ব্রেকআউট :

গর্ভাবস্থায় আপনার ত্বকে কি ব্রণ বা অন্য কোন সমস্যা হচ্ছে, যা আপনার সৌন্দর্য নষ্ট করছে? তাহলে অবশ্যই আপনার মেয়ে হবে। আগের দিনের মানুষ বলত, মেয়ে শিশুরা মায়ের সৌন্দর্য চুরি করে, তাই মায়ের চেহারার সৌন্দর্য নষ্ট হয়। যদিও তা কুসংস্কার।

৬. রিং টেস্ট :

একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন। তারপর আপনি শুয়ে আপনার পেটের উপর আংটিটি ঝুলিয়ে দিন। এবার আংটিটির গতিবিধি পর্যবেক্ষণ করুন। যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে, তাহলে আপনার মেয়ে হবে। আর যদি রিংটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে হবে।

৭. শিশুদের উপদেশ নিন :

গর্ভাবস্থায় থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায়। অনেক ছোট ছোট শিশু আছে, যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায়। সেক্ষেত্রে লক্ষ্য রাখুন, যদি কোন ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায়, তাহলে আপনার মেয়ে হবে। আর যদি কোন মেয়ে শিশু এ কাজটি করে, তাহলে আপনার ছেলে শিশু হবে।

এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনি ডাক্তার বলার আগেই বুঝতে পারবেন, কে আসছে আপনার জীবনে।

ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করার নিয়ম:::::

ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করার নিয়ম:::

আপনি কি জানেন ইংরেজি ২১শে ফেব্রুয়ারি বাংলা কোন মাসের, কত তারিখ ! বাংলা মাসের ৮ই ফাল্গুন আমাদের ২১শে ফেব্রুয়ারি। আমরা নিজ দেশের ভাষায় কথা বলার জন্য যুদ্ধ করেছি ,প্রাণ দিয়েছি তার পর এই ভাষা পেয়েছি, আর এই ভাষা দিবস মনে রাখি ইংরেজি তারিখ দিয়ে”!!!!
যাই হোক কিভিন্ন সময় যেমন চাকরির ইন্টারভিওর ক্ষেত্রে বাংলার কোন সনে আপনার জন্ম হয়েছিলো জানতে চাইলে কি করবেন তখন ? বা যে কেও প্রশ্ন করলো ১৯৭১ সালটি বাংলায় কত ছিল? এখন আমাদের ১৯৪৭,১৯৫২,১৯৭১, ইত্যাদি সনে জাতীয় পর্যায় বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো ইংরেজী সন দিয়েই আমরা মনে রাখি । কিন্তু বাংলায় শিখতে গেলে প্যাচ লেগে যাওর সম্ভাবনা থাকবে । তাই শুধু ইংরেজী সনটি জানা থাকলেই বাংলা সনটি খুব সহজেই বের করতে পারবেন।
ইংরেজি সাল দিয়ে, কিভাবে বাংলা সাল বের করবেন??
ইংরেজী সন থেকে 593 বিয়োগ করলে বাংলা সন পাওয়া যাবে। তাহলে ১৯৭১সালটি বাংলায় (১৯৭১-৫৯৩)সন ছিলো বা ১৩৭৭ সন ছিলো। অথবা ইংরেজী সনের জোড়া সংখা থেকে ৬ বিয়োগ ও যোগ করেও বের করা যায় । ১৯৭১=(১৯-৬)(৭১+৬)=(১৩)(৭৭)=১৩৭৭ ধরুন ২০১৫ সনটি বাংলায় কত সন সেটি কিভাবে বের করবো । ২০১৫\ সংখাটিতে ২০ ও ১৫ থেকে ২০-৬=১৪ এবং ১৫+৬=২১ তাহলে ১৪২১ সন হয়। এখন ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করবেন কিভাবে? যে কোন ইংরেজী তারিখ ও সন থেকে ৫৯৩বছর ৩মাস ১৩দিন বিয়োগ করুন, দেখবেন বাংলা তারিখ পেয়ে গেছেন! যেমনঃ ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারী বাংলা তারিখ ছিল-
সন-মাস-তারিখ
১৯৫২-০২-২১
-৫৯৩-০৩-১৩
─────────
উঃ১৩৫৮-১১-০৮(বিয়োগফল)
শুধু সন বের করার জন্য ১৯৫২=(১৯-৬)(৫২+৬) =১৩৫৮ পদ্ধতিটি মনে রাখলেই হবে। অর্থাত, ভাষা দিবসের বাংলা তারিখটি ছিলো ১৩৫৮সালের ৮ই ফাল্গুন। অনুরূপভাবে যেকোন ইংরেজী সনের বাংলা আপনি সহজেই জানতে পারবেন। এবার বাংলা মাসের নাম ও তারিখ জানার পালা।
বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬ সালের পর থেকে এপ্রিল মাসের ১৪ তারিখকে বাংলা ১লা বৈশাখ হিসাবে উদযাপন করা হয়। বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয় আর বাকি সব মাস ৩০ দিনের হয়। এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়। ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বাংলা মাসের শুরু হয়।
যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে । আমাদের বাংলা মাসের কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১ বৈশাখ। মাসের নাম বের হয়ে গেলে তারিখ বের করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন। তারিখ থেকে মাসের কোড বাদ দিন সাথে ১ যোগ করুন।
২৮-১৪= ১৪+১ =১৫ বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮ এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ রোজ সোমবার। আশা করি বুঝবার পারছেন। এবার নিজেকে যাচাই করুন নিচের তারিখটির সমাধান বের করে কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন। আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী নজরুল ইসলামের কত তম জন্মদিন, বাংলা কোন মাসের কত তারিখ ও কি বার। বিঃ দ্রঃ ফেব্রুয়ারির ৩০ তারিখ কিংবা জুনের ৩১ তারিখ কি বার। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার মাস কখনো ৩১শা হয় না। অপর পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না। খেয়াল রাখবেন কিন্তু। যেমন ২১/০২/১৯৫২ ইংরেজি তারিখ টি বাংলায় কত তারিখ ছিল-
১৯৫২ বছর ২ মাস ২১ দিন
(-) ৫৯৩ ।। ৩ ।। ১৩ ।।
—————————————–
= ১৩৫৮ ।। ১১ ।। ০৮ ।।
৮ ই ফাল্গুন ১৩৫৮ সাল ।
খুব সরল হিসাব। ৯৬৩ হিজরি সনে, অর্থাৎ ৯৬৩ বাংলা সনে ১৫৫৬ খ্রিস্টীয় সন ছিল। ১৫৫৬ – ৯৬৩= ৫৯৩। পার্থক্য ৫৯৩ বছরের। অর্থাৎ এখনো খ্রিস্টীয় এবং বাংলা সনের মধ্যে পার্থক্য ৫৯৩ বছর। পূর্বে ইংরেজি সনের মতো বাংলা সনে কোনো লিপ-ইয়ার ছিল না। ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখে বাংলা একাডেমীর তত্ত্বাবধানে ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি বঙ্গাব্দ সংস্কার কমিটি গঠিত হয়। উক্ত কমিটি চার বছর পরপর চৈত্র মাস ৩০ দিনের পরিবর্তে ৩১ দিনে গণনা করার পরামর্শ দেয়।
- See more at: http://www.somoyerkonthosor.com/archives/380886#sthash.tlG0FAVp.dpuf
 আপনি কি জানেন ইংরেজি ২১শে ফেব্রুয়ারি বাংলা কোন মাসের, কত তারিখ ! বাংলা মাসের ৮ই ফাল্গুন আমাদের ২১শে ফেব্রুয়ারি। আমরা নিজ দেশের ভাষায় কথা বলার জন্য যুদ্ধ করেছি ,প্রাণ দিয়েছি তার পর এই ভাষা পেয়েছি, আর এই ভাষা দিবস মনে রাখি ইংরেজি তারিখ দিয়ে”!!!!

যাই হোক কিভিন্ন সময় যেমন চাকরির ইন্টারভিওর ক্ষেত্রে বাংলার কোন সনে আপনার জন্ম হয়েছিলো জানতে চাইলে কি করবেন তখন ? বা যে কেও প্রশ্ন করলো ১৯৭১ সালটি বাংলায় কত ছিল? এখন আমাদের ১৯৪৭,১৯৫২,১৯৭১, ইত্যাদি সনে জাতীয় পর্যায় বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো ইংরেজী সন দিয়েই আমরা মনে রাখি । কিন্তু বাংলায় শিখতে গেলে প্যাচ লেগে যাওর সম্ভাবনা থাকবে । তাই শুধু ইংরেজী সনটি জানা থাকলেই বাংলা সনটি খুব সহজেই বের করতে পারবেন।

ইংরেজি সাল দিয়ে,   কিভাবে বাংলা সাল বের   করবেন??

ইংরেজী সন থেকে 593 বিয়োগ করলে বাংলা সন পাওয়া যাবে। তাহলে ১৯৭১সালটি বাংলায় (১৯৭১-৫৯৩)সন ছিলো বা ১৩৭৭ সন ছিলো। অথবা ইংরেজী সনের জোড়া সংখা থেকে ৬ বিয়োগ ও যোগ করেও বের করা যায় । ১৯৭১=(১৯-৬)(৭১+৬)=(১৩)(৭৭)=১৩৭৭ ধরুন ২০১৫ সনটি বাংলায় কত সন সেটি কিভাবে বের করবো । ২০১৫\ সংখাটিতে ২০ ও ১৫ থেকে ২০-৬=১৪ এবং ১৫+৬=২১ তাহলে ১৪২১ সন হয়। এখন ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করবেন কিভাবে? যে কোন ইংরেজী তারিখ ও সন থেকে ৫৯৩বছর ৩মাস ১৩দিন বিয়োগ করুন, দেখবেন বাংলা তারিখ পেয়ে গেছেন! যেমনঃ ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারী বাংলা তারিখ ছিল-
সন-মাস-তারিখ
১৯৫২-০২-২১
-৫৯৩-০৩-১৩
─────────
উঃ১৩৫৮-১১-০৮(বিয়োগফল)

শুধু সন বের করার জন্য ১৯৫২=(১৯-৬)(৫২+৬) =১৩৫৮ পদ্ধতিটি মনে রাখলেই হবে। অর্থাত, ভাষা দিবসের বাংলা তারিখটি ছিলো ১৩৫৮সালের ৮ই ফাল্গুন। অনুরূপভাবে যেকোন ইংরেজী সনের বাংলা আপনি সহজেই জানতে পারবেন। এবার বাংলা মাসের নাম ও তারিখ জানার পালা।

বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬ সালের পর থেকে এপ্রিল মাসের ১৪ তারিখকে বাংলা ১লা বৈশাখ হিসাবে উদযাপন করা হয়। বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয় আর বাকি সব মাস ৩০ দিনের হয়। এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়। ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বাংলা মাসের শুরু হয়।

যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে । আমাদের বাংলা মাসের কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১ বৈশাখ। মাসের নাম বের হয়ে গেলে তারিখ বের করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন। তারিখ থেকে মাসের কোড বাদ দিন সাথে ১ যোগ করুন।

২৮-১৪= ১৪+১ =১৫ বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮ এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ রোজ সোমবার। আশা করি বুঝবার পারছেন। এবার নিজেকে যাচাই করুন নিচের তারিখটির সমাধান বের করে কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন। আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী নজরুল ইসলামের কত তম জন্মদিন, বাংলা কোন মাসের কত তারিখ ও কি বার। বিঃ দ্রঃ ফেব্রুয়ারির ৩০ তারিখ কিংবা জুনের ৩১ তারিখ কি বার। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার মাস কখনো ৩১শা হয় না। অপর পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না। খেয়াল রাখবেন কিন্তু। যেমন ২১/০২/১৯৫২ ইংরেজি তারিখ টি বাংলায় কত তারিখ ছিল-

১৯৫২ বছর ২ মাস ২১ দিন
(-) ৫৯৩ ।। ৩ ।। ১৩ ।।
—————————————–
= ১৩৫৮ ।। ১১ ।। ০৮ ।।
৮ ই ফাল্গুন ১৩৫৮ সাল ।

খুব সরল হিসাব। ৯৬৩ হিজরি সনে, অর্থাৎ ৯৬৩ বাংলা সনে ১৫৫৬ খ্রিস্টীয় সন ছিল। ১৫৫৬ – ৯৬৩= ৫৯৩। পার্থক্য ৫৯৩ বছরের। অর্থাৎ এখনো খ্রিস্টীয় এবং বাংলা সনের মধ্যে পার্থক্য ৫৯৩ বছর। পূর্বে ইংরেজি সনের মতো বাংলা সনে কোনো লিপ-ইয়ার ছিল না। ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখে বাংলা একাডেমীর তত্ত্বাবধানে ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি বঙ্গাব্দ সংস্কার কমিটি গঠিত হয়। উক্ত কমিটি চার বছর পরপর চৈত্র মাস ৩০ দিনের পরিবর্তে ৩১ দিনে গণনা করার পরামর্শ দেয়।
ইংরেজী তারিখ থেকে বাংলা দিন মাস সন বের করবেন যেভাবে—- - See more at: http://www.somoyerkonthosor.com/archives/380886#sthash.tlG0FAVp.dpuf

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

লটারি খেলার সময় কোন কোন সংখ্যাকে গুরুত্ব দেবেন, জানুন:::::

লটারি খেলার সময় কোন কোন সংখ্যাকে গুরুত্ব দেবেন, জানুন:::

লটারি তো কমবেশি সকলেই খেলেন অথবা কাটেন। গোটাটাই ভাগ্যের খেলা। কিন্তু লটারি খেলার আগে বা কাটার আগে কি কোনও বিজ্ঞানসম্মত পদ্ধতিই নেওয়া হয় না! লটারি জেতার কোনও গ্যারান্টি নেই, এটা ঠিক। কিন্তু কিছু অঙ্ক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী লটারি খেলেন কেউ কেউ। এখানেও আপনাদের সঙ্গে আলোচনা করা হল সেই কথা নিয়েই। একে একে পদ্ধতিগুলো বলা হল।
১) আগে যে সংখ্যাগুলো লটারিতে জিতেছে, সেটা একবার দেখে নিলে মন্দ হয় না। এক্ষেত্রে একটা হিসেব দেওয়া যাক যে, ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোটামুটিভাবে দেখা গিয়েছে যে, জেতা লটারি সংখ্যার মধ্যে সবথেকে বেশি থাকে '১' সংখ্যাটা। তাই যদি আপনি পদ্ধতি মেনে কিছু করতে চান, তাহলে ১ সংখ্যাটা ভালো। আপনার কাছে যে সংখ্যাগুলো থাকবে, তারমধ্যে সবথেকে কম সংখ্যাটা বাছতে পারেন।
২) আপনি যে লটারির নাম্বারটা বাছতে চান, তাতে সবথেকে  কম নম্বরটা বাছতে পারেন। সেক্ষেত্রে ১ দিয়ে শুরু করতে পারেন। আরও একটা তথ্য জানলে ভালো হবে যে, লটারিতে জেতা সংখ্যার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রে ১ থাকে!
৩) আপনার লটারির নম্বর বাছার সময় কখনও কখনও পরপর দুটো সংখ্যা রাখতে পারেন। যেমন ৪-৫, ৬-৭, ৮-৯, ৩-৪, এরকম।
৪) ৮ এর আশেপাশের একটা সংখ্যা আপনি বাছতে পারেন। হয় ৭ কিংবা ৯। দেখা গিয়েছে, যেতা লটারির সংখ্যার মধ্যে এমন সংখ্যা থাকে।


৫) সাধারণত দেখা যায়, জেতা লটারির সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা বেশি থাকে। তাই লটারি খেলার আগে বিজোড় সংখ্যাকে গুরুত্ব দিতে পারেন।
আবারও মনে করিয়ে দেওয়া। লটারি খেলায় কোনও পদ্ধতি হয় না। কিন্তু, অনেক গবেষণা করে গবেষকরা যেসব তথ্য তুলে ধরেছেন, এখানে তারই ৫ টি পয়েন্ট তুলে দেওয়া হল। এগুলো মানলে লটারিতে জিতবেন, এমন কোনও বিশ্বাস মনে আনবেন না।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।

৫ মিনিটে নিয়ে নিন নিজের NID কার্ড :::

৫ মিনিটে নিয়ে নিন নিজের NID কার্ড :::

আপনি ভোটার হয়েছেন কিন্তু NID Number পাচ্ছেন না ?
আপনার কাছে যদি আপনার আপনার ভোটার নিবন্ধনের সময় প্রপ্ত স্লিপ নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে আপনার NID Number পাচ্ছেন
সাথে সাথে আপনি আপনার নিজের NID CARD  এর পিডিএফ ডাউনলোড দিতে পারবেন আর ব্যবহার করতে পারবেন সকল কাজে ।
ডাউনলোড করে নিন।
অথবা, এখানে ক্লিক করে   নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন।
ধন্যবাদ সবাইকে।

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ব্লুটুথ দিয়ে নেট শেয়ার করুন, এন্ড্রয়েড-এন্ড্রয়েডে!

ব্লুটুথ দিয়ে নেট শেয়ার করুন, এন্ড্রয়েড-এন্ড্রয়েডে!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহপাক রাব্বুল আলামিন।
আজ লিখতে বসলাম কিভাবে ব্লুটুথ দিয়ে এক এন্ড্রয়েড মোবাইল থেকে অন্য এন্ড্রয়েড মোবাইলে নেট শেয়ার করবেন।
আপনারা জানেন যে ওয়াইফাই দিয়ে নেট শেয়ার করলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়।
আর ব্লুটুথ দিয়ে নেট শেয়ার করলে চার্জ অনেক কম পরিমানে শেষ হয় (প্রমাণিত)।

তো চলুন সরাসরি টিউটোরিয়ালে

১)আপনার মোবাইলের ডাটা কানেকশন অন করুন। তারপর মোবাইলের সেটিংস এ যান ব্লুটুথ চালু করুন।
…….নিচের চিত্রের মতো করুণ….

২)তারপর More এ ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..

৩)তারপর Tethering & Portable hotspot এ ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..

৪)তারপর Bluetooth Tethering এ ক্লিক করুন।
…নিচের চিত্রের মতো দেখবেন…

৫)এবার Bluetooth Tethering এ টিক দিয়ে বের হয়ে যান।
……নিচের চিত্রের মতো করুণ…..

৬)এবার যার ফোনে নেট চালাবেন তার ফোনে ব্লুটুথ চালু করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..

৭)এবার ব্লুটুথ সার্চিং করুন, স্কান লেখাতে ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..

৮)এবার কাংখিত ব্লুটুথ ডিভাইসের সাথে পেয়ার করেন।
৯)এবার ফেয়ার করা ডিভাইসের নামের উপর ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..

১০)এবার যার মোবাইল থেকে নেট শেয়ার করবেন তার মোবাইলে নিচের চিত্রের মতো একটা নোটিফিকেশন পাবেন।
সেখানে Allow বা Disallow নামে দুইটা অপশন পাবেন। সেখান থেকে Allowতে ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..

১১)ব্যস পুরো কাজ শেষ এবার নেট চালানোর পালা। এবার আপনার ডিভাইসটি কানেক্টেড হয়ে গেছে।
……নিচের চিত্রের মতো করুণ…..

আশা করি সবাই কাজটি সফলভাবে করতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে শেষ করছি।

ফেসবুক আইডি হ্যাক করবে? চ্যালেঞ্জ ধরেন!

ফেসবুক আইডি হ্যাক করবে? চ্যালেঞ্জ ধরেন!

কেও কি আপনাকে চ্যালেঞ্জ দেয় আপনার ফেসবুক আইডি হ্যাক করবে?? তাইলে তার সাথে চ্যালেঞ্জ ধরেন (দেখি সে আইডি হ্যাক করে কি ভাবে!)
 আশা করি এখন আপনি হ্যাকিং এর শিকার হবে না।

এন্ড্রয়েড মোবাইলের ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন!

এন্ড্রয়েড মোবাইলের ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন!

বন্ধুরা কেমন আছেন?
আমার এই পোস্ট টি এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারীদের জন্য ।
আমাদের সকলের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ কন্টাক্ট নাম্বার ,ছবি, ম্যাসেজ, ভিডিও থাকে ।কিন্তু তা যদি ডিলেট হয়ে যায় তাহলে অনেক বিপদে পরতে হয় কারন তা আর ফিরে পাওয়া যায় না ।
কিন্তু যারা এন্ড্রয়েড ফোন ব্যাবহার করেন তারা আজ থেকে পারবেন । চলুন দেখি কি করে তা করবেন ……

ই-মেইল দিয়ে আপনার GMAIL INBOX ভরে যাচ্ছে?

ই-মেইল দিয়ে আপনার GMAIL INBOX ভরে যাচ্ছে?

আসসালামু  আলাইকুম
অনেক সময় অসতর্কতার কারণে আমরা আমাদের পারসোনাল +Gmail  এড্রেস দিয়ে বিভিন্ন ওয়েব সাইটে একাউন্ট খুলি এবং পরে দেখি সেটাতে হাজার হাজার মেইল এ ভরে যায়এখানে
যেমন FB NOTIFICATIONS, TWITTER NOTIFICATIONS,FREELANER NOTIFICATIONS
তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে ফিল্টারিং করে এই মেইল গুলোকে আলাদা করে রাখবেন আশা করি উপকারে আসবে আপনাদের
প্রথমে আপনি আপনার GMAIL আকাউন্টে সাইন ইন করুন তারপর settings>levels>create a new level>এখানে facebook (যে সাইট থেকে মেইল আসে তার নাম) লিখে ওকে করুন
তারপর
settings>filters>create a new filter>এখন একটা বক্স আসবে,এখানে প্রথম ঘর From: facebook (যে সাইট থেকে মেইল আসে তার নাম) লিখে ,নিচে next step এ চাপুন
এবারে যে বক্স আসবে সেখানে skip the inbox সিলেক্ট করুন,
apply the level সিলেক্ট করে সেখানে facebook (যে সাইট থেকে মেইল আসে তার নাম) নির্বাচন করুন
এবারে creat filter সিলেক্ট করুন,দেখবেন facebook (যে সাইট থেকে মেইল আসে তার নাম) এর সব notification এক জায়গায় চলে এসেছে

ইন্টারনেট বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে?

ইন্টারনেট বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে?

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক কারণেই ইন্টারনেট সংযোগে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এমন হলে কী করবেন  ?

বাড়িয়ে দিন আপনার BROWSER এর গতি!!!

এর জন্য আপনাকে যা করতে হবে …….
ব্রাউজারের জন্য কিছু চমৎকার টিপস - প্রথম পর্ব

ইন্টারনেট স্পিড কম?নেট থেকে ফাইল ডাউনলোড হতে বেশি সময় লাগে?আর বেশি সময় লাগবে না!

এত কি ভাবছেন? ব্যাবহার করেই দেখুন না।

ব্রাউজারের জন্য কিছু চমৎকার টিপস - প্রথম পর্ব

 ব্রাউজারের জন্য কিছু চমৎকার টিপস - প্রথম পর্ব 

 এর জন্য আপনাকে যা করতে   হবে।
বিস্তারিত:::  এখানে  এত কি ভাবছেন?




আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি তাদের সবার মধ্যেই কিন্তু একটা বিষয় কমন রয়েছে। তা হচ্ছে, আমরা কম বেশি সবাই, প্রাথমিক কম্পিউটার ব্যবহারকারী হই আর অ্যাডভানস - সবাই ব্রাউজার সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। কেননা এই ব্রাউজারের মাধ্যমেই আমরা ইন্টারনেটে কানেক্টেড হই এবং এরপরই ইন্টারনেট দুনিয়া থেকে শিক্ষনিয়, বিনোদনমূলক এবং উইয়ার্ড সব কনটেন্টেরও খোঁজ পেয়ে থাকি।
যেহেতু আমরা ব্রাউজার সবচাইতে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি সেহেতু আমরা যদি এমন কিছু টিপস এবং ট্রিকস জেনে নেই যার মাধ্যমে ব্রাউজিং করার সময় আমরা কিছুটা হলেও উপকৃত হব তবে সেটা নিশ্চয়ই আমাদের জন্যেই ভালো হবে, নয় কি? তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ব্রাউজার টিপস এবং ট্রিকস যেগুলো আয়ত্ত করে আপনারা ব্রাউজার ব্যবহারের সময় কিছুটা হলেও বেশি সুবিধা পাবেন। চলুন তাহলে, শুরু করা যাক।

ট্যাব রিস্টোর করা 

যদি আপনি অনেকগুলো ট্যাবের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে একটি ট্যাব বন্ধ করে ফেলেন তাহলে সেই ট্যাবটি আপনি সহজেই খুঁজে পেতে পারেন "Recently Closed Tabs" তালিকাটিতে। বেশীরভাগ ব্রাউজারেই এই সুবিধাটি দেয়া আছে।



আর আপনি যদি কোন প্রকার ঝামেলা না করতে চান তবে আপনি Ctrl+Shift+T শর্টকাট কী-টি ব্যবহার করতে পারেন! আপনার বন্ধ করা ট্যাবটি রিস্টোর হয়ে যাবে।

ক্যাশ ক্লিয়ার করা 

'ক্যাশ' কম্পিউটার রিলেটেড টপিকে অনেক কিছুকেই রেফার করে থাকে কিন্তু যখন আমরা ইন্টারনেটের ক্যাশের কথা বলবো সেক্ষেত্রে এর অর্থ হচ্ছে 'ওয়েব পেজ এবং বিভিন্ন ধরণের ইমেজেসকে কম্পিউটারের স্টোরেজে সাময়িক ভাবে সংরক্ষণ করার প্রক্রিয়া।' এর ফলে ব্যান্ডউইথ রিডিউস হয়ে থাকে, সার্ভারের লোড কিছুটা কমে এবং ল্যাগ দূর হয়ে যায়। ফলে নতুন কোন কনটেন্ট কোন সাইটে অ্যাড না হলে ক্যাশ থেকেই সেই সাইটটি খুব দ্রুত লোড হতে পারে।


কিন্তু কিছু ক্ষেত্রে এই ক্যাশ করাপ্ট হয়ে যেতে পারে! আর যদি তাই হয়ে থাকে তবে আপনি ইচ্ছে করলে সহজেই সেই ক্যাশটি মুছে দিতে পারবেন এবং পেজটির প্রপার ভার্সন রিলোড করতে পারবেন Ctrl+Shift+R শর্টকাট কী-টি চাপার মাধ্যমে।

'ডেড/বাতিল' ওয়েবপেজ লোড করার ক্ষেত্রে 

ধরুন, হটাত করেই আপনার একটি প্রিয় সাইট অফলাইনে চলে গিয়েছে। একটি সাইট অফলাইনে চলে যাবার পেছনে অনেকগুলো কারণ কাজ করে থাকে, সেগুলো নিয়ে না হয় পরে একদিন আলোচনা করা যাবে। এখন আপনি যদি এই সাইটটি ভিজিট করতে চান তবে archive.org ঠিকানায় গিয়ে সেই সাইটটির ইউআরএল পেস্ট করে দেখতে পারেন। এই আর্কাইভ সাইটটিতে অনেক পেইজ বা সাইটের পুরাতন ক্যাশড ভার্সন সংরক্ষিত থেকে থাকে।

ইউআরএল হাইলাইট করার পদ্ধতি 

মাউস দিয়ে কাজ করা সহজ কিন্তু কী-বোর্ড শর্টকাটগুলো কিন্তু এই সহজ কাজগুলোকেই আরও দ্রুত করতে সক্ষম! আপনার নিশ্চয়ই একটি ফাইল বা টেক্সট কাট, কপি এবং পেস্টের শর্টকাট কী-গুলো ইতোমধ্যেই জানেন? আজকে এগুলোর মতই আরও একটি সহজ কিন্তু প্রয়োজনীয় শর্টকাট কমান্ড শিখিয়ে দিচ্ছি।
আপনি যে পেজটি ব্রাউজ করছেন সেটি যদি খুব দ্রুত শেয়ার করতে চান বা নতুন কোন ব্রাউজার বা ট্যাবে সেই ইউআরএলটি ব্যবহার করতে চান তবে Ctrl+L চাপুন। এর মাধ্যমে যে পেজটিতে আপনি থাকবেন তার ইউআরএল স্বয়ংক্রিয়ভাবেই হাইলাইট হয়ে যাবে।

টেক্সটকে ওয়েব অ্যাড্রেসে রূপান্তর করার পদ্ধতি 

আপনি যদি কোন সাইট ব্রাউজ করার জন্য সার্চবারে শুধুমাত্র সেই সাইটটির নাম লিখে থাকেন তবে সেটি প্রথমে কোন একটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে লোড হবে। কিন্তু, আপনি যদি দ্রুত সরাসরি সাইটে ঢুকতে চান পরিপূর্ণ ওয়েব অ্যাড্রেস টাইপ না করেই তবে সার্চবারে সেই সাইটটির নাম লিখে Ctrl+Enter চাপুন, তাহলেই সেই সাইটটির ইউআরএল এর আগে এবং পড়ে যথাক্রমে www এবং .com ব্যবহার হবে।


আজ এপর্যন্তই থাক, তালিকায় থাকা অন্যান্য টিপসগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে টিউটোরিয়ালটির আগামী পর্বে।
- See more at: http://tech.priyo.com/tutorial/2016/4/13/31544-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%9A%E0%A6%AE%E0%A7%8E%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC#sthash.UWqzkxBu.dpuf
আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি তাদের সবার মধ্যেই কিন্তু একটা বিষয় কমন রয়েছে। তা হচ্ছে, আমরা কম বেশি সবাই, প্রাথমিক কম্পিউটার ব্যবহারকারী হই আর অ্যাডভানস - সবাই ব্রাউজার সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। কেননা এই ব্রাউজারের মাধ্যমেই আমরা ইন্টারনেটে কানেক্টেড হই এবং এরপরই ইন্টারনেট দুনিয়া থেকে শিক্ষনিয়, বিনোদনমূলক এবং উইয়ার্ড সব কনটেন্টেরও খোঁজ পেয়ে থাকি।
যেহেতু আমরা ব্রাউজার সবচাইতে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি সেহেতু আমরা যদি এমন কিছু টিপস এবং ট্রিকস জেনে নেই যার মাধ্যমে ব্রাউজিং করার সময় আমরা কিছুটা হলেও উপকৃত হব তবে সেটা নিশ্চয়ই আমাদের জন্যেই ভালো হবে, নয় কি? তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ব্রাউজার টিপস এবং ট্রিকস যেগুলো আয়ত্ত করে আপনারা ব্রাউজার ব্যবহারের সময় কিছুটা হলেও বেশি সুবিধা পাবেন। চলুন তাহলে, শুরু করা যাক।

ট্যাব রিস্টোর করা 

যদি আপনি অনেকগুলো ট্যাবের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে একটি ট্যাব বন্ধ করে ফেলেন তাহলে সেই ট্যাবটি আপনি সহজেই খুঁজে পেতে পারেন "Recently Closed Tabs" তালিকাটিতে। বেশীরভাগ ব্রাউজারেই এই সুবিধাটি দেয়া আছে।



আর আপনি যদি কোন প্রকার ঝামেলা না করতে চান তবে আপনি Ctrl+Shift+T শর্টকাট কী-টি ব্যবহার করতে পারেন! আপনার বন্ধ করা ট্যাবটি রিস্টোর হয়ে যাবে।

ক্যাশ ক্লিয়ার করা 

'ক্যাশ' কম্পিউটার রিলেটেড টপিকে অনেক কিছুকেই রেফার করে থাকে কিন্তু যখন আমরা ইন্টারনেটের ক্যাশের কথা বলবো সেক্ষেত্রে এর অর্থ হচ্ছে 'ওয়েব পেজ এবং বিভিন্ন ধরণের ইমেজেসকে কম্পিউটারের স্টোরেজে সাময়িক ভাবে সংরক্ষণ করার প্রক্রিয়া।' এর ফলে ব্যান্ডউইথ রিডিউস হয়ে থাকে, সার্ভারের লোড কিছুটা কমে এবং ল্যাগ দূর হয়ে যায়। ফলে নতুন কোন কনটেন্ট কোন সাইটে অ্যাড না হলে ক্যাশ থেকেই সেই সাইটটি খুব দ্রুত লোড হতে পারে।


কিন্তু কিছু ক্ষেত্রে এই ক্যাশ করাপ্ট হয়ে যেতে পারে! আর যদি তাই হয়ে থাকে তবে আপনি ইচ্ছে করলে সহজেই সেই ক্যাশটি মুছে দিতে পারবেন এবং পেজটির প্রপার ভার্সন রিলোড করতে পারবেন Ctrl+Shift+R শর্টকাট কী-টি চাপার মাধ্যমে।

'ডেড/বাতিল' ওয়েবপেজ লোড করার ক্ষেত্রে 

ধরুন, হটাত করেই আপনার একটি প্রিয় সাইট অফলাইনে চলে গিয়েছে। একটি সাইট অফলাইনে চলে যাবার পেছনে অনেকগুলো কারণ কাজ করে থাকে, সেগুলো নিয়ে না হয় পরে একদিন আলোচনা করা যাবে। এখন আপনি যদি এই সাইটটি ভিজিট করতে চান তবে archive.org ঠিকানায় গিয়ে সেই সাইটটির ইউআরএল পেস্ট করে দেখতে পারেন। এই আর্কাইভ সাইটটিতে অনেক পেইজ বা সাইটের পুরাতন ক্যাশড ভার্সন সংরক্ষিত থেকে থাকে।

ইউআরএল হাইলাইট করার পদ্ধতি 

মাউস দিয়ে কাজ করা সহজ কিন্তু কী-বোর্ড শর্টকাটগুলো কিন্তু এই সহজ কাজগুলোকেই আরও দ্রুত করতে সক্ষম! আপনার নিশ্চয়ই একটি ফাইল বা টেক্সট কাট, কপি এবং পেস্টের শর্টকাট কী-গুলো ইতোমধ্যেই জানেন? আজকে এগুলোর মতই আরও একটি সহজ কিন্তু প্রয়োজনীয় শর্টকাট কমান্ড শিখিয়ে দিচ্ছি।
আপনি যে পেজটি ব্রাউজ করছেন সেটি যদি খুব দ্রুত শেয়ার করতে চান বা নতুন কোন ব্রাউজার বা ট্যাবে সেই ইউআরএলটি ব্যবহার করতে চান তবে Ctrl+L চাপুন। এর মাধ্যমে যে পেজটিতে আপনি থাকবেন তার ইউআরএল স্বয়ংক্রিয়ভাবেই হাইলাইট হয়ে যাবে।

টেক্সটকে ওয়েব অ্যাড্রেসে রূপান্তর করার পদ্ধতি 

আপনি যদি কোন সাইট ব্রাউজ করার জন্য সার্চবারে শুধুমাত্র সেই সাইটটির নাম লিখে থাকেন তবে সেটি প্রথমে কোন একটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে লোড হবে। কিন্তু, আপনি যদি দ্রুত সরাসরি সাইটে ঢুকতে চান পরিপূর্ণ ওয়েব অ্যাড্রেস টাইপ না করেই তবে সার্চবারে সেই সাইটটির নাম লিখে Ctrl+Enter চাপুন, তাহলেই সেই সাইটটির ইউআরএল এর আগে এবং পড়ে যথাক্রমে www এবং .com ব্যবহার হবে।


আজ এপর্যন্তই থাক, তালিকায় থাকা অন্যান্য টিপসগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে টিউটোরিয়ালটির আগামী পর্বে।
- See more at: http://tech.priyo.com/tutorial/2016/4/13/31544-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%9A%E0%A6%AE%E0%A7%8E%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC#sthash.UWqzkxBu.dpuf

ব্লগারে Subscribe / Newsletter Widget যোগ করবেন যেভাবে!

ব্লগারে Subscribe / Newsletter Widget যোগ করবেন যেভাবে!

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ একটি ব্লগার উইজেট নিয়ে কথা বলবো। এই Widget এর নাম হল “Subscribe Us Widget”। এই Widget টি ব্লগার এর পোস্ট এর নিচে হয়, অর্থাৎ যেখানে পোস্ট শেষ সেখানেই এর শুরু।
এটিকে আপনার ব্লগে স্থাপন করতে হলে যা করতে হবে ।  

একটি সফটওয়্যার দিয়ে কম্পিউটারে ৮০টির ও বেশী ফাইল ওপেন করুন!

একটি সফটওয়্যার দিয়ে কম্পিউটারে ৮০টির ও বেশী ফাইল ওপেন করুন!

বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফাইল রান করে থাকি এতে অধিকাংশ ক্ষেত্রে ই আমাদেরকে ওই ফাইল সাপোর্টের সফ্টওয়ার ব্যবহার করতে হয়। আর যদি সাপোর্ট অনুযায়ী সফ্টওয়্যারিট না ইন্সটল করি তাহলে ফাইটি ওপেন কিংবা রান করতে পারবো না।
ডাউনলোড লিংক >>ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।   

নিজেই তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল !

নিজেই তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল !

টিভি চ্যানেল টিভিতে চালাতে না পারলেও আপনি খুব সহজেই এবং সম্পূর্ণ ফ্রীতে অনলাইন টিভি চ্যানেল বানিয়ে ফেলতে পারবেন আপনার নিজের জন্য।
তাহলে আসুন নিজের একটা অনলাইন টিভি চ্যানেল বানিয়ে নেওয়া যাক ।

একই ব্রাউজারে দুইটি ফেসবুক একাউন্টে যেভাবে লগইন!!!

একই ব্রাউজারে দুইটি ফেসবুক একাউন্টে যেভাবে লগইন!!!

যারা তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন তাদের তো করতেই হয়। এই জন্য বার বার লগ আউট করে আবার অন্য একাউন্টে লগ ইন করা এক মহা ঝামেলা। সেই জন্য অনেকে ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করে থাকেন। চাইলেই এখন মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম থেকে একাধিক আলাদা অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
 এটি ব্যবহারের মাধ্যমে একাধিক আলাদা ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারবেন একই সময়ে।

আপনার ব্লগের জন্য চমৎকার Gadget !

আপনার ব্লগের জন্য চমৎকার Gadget !

বন্ধুরা কেমন আছেন? অনেক দিন পর আসলাম। আমি আজ নিয়ে আসলাম একটি Social Widget  ব্লগার এর জন্য। কিন্তু প্রথমেই আসুন এর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক।

সফটওয়ার ছাড়াই ফোল্ডার লক করবেন যেভাবে!!!

সফটওয়ার ছাড়াই ফোল্ডার লক করবেন যেভাবে!!!

অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন লক করে রাখার জন্য আবার অনেকেই হাইড করে রাখেন। মাঝে মাঝে সফটওয়্যার কাজ করেনা তার জন্য আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো বা ফোল্ডারগুলো অন্যের নজরে চলে আসে এবং আপনার অনেক মূল্যবান ফাইল বা ফোল্ডার আপনার ছোট কোন ভাই ডিলিট করে ফেলে। এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।

যেভাবে রিপেয়ার করবেন ওয়ার্ড ড্যামেজ ফাইল!!!

যেভাবে রিপেয়ার করবেন ওয়ার্ড ড্যামেজ ফাইল!!!

বিশেষ করে যখন কোন দরকারি ফাইল ড্যামেজ হয়ে যায় বা কোরাপ্ট হয়ে যায় তখন আর মাথা কাজ করে না। গুরুপ্তপূর্ন ফাইলটি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই সময়টায় আপনাকে কেমন লাগবে।
আর এই প্রবলেম থেকে রক্ষার পাওয়ার জন্য আমি আপনাদের সুন্দর সমাধান নিয়ে আসলাম।

নাম বিহীন ফোল্ডার তৈরী করবেন যেভাবে>>>

নাম বিহীন ফোল্ডার তৈরী করবেন যেভাবে>>

আশা করি সবাই ভালো আছেন।  অনেকে চমকে উঠে বলেছেন How it Possible ? যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নাই। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি হ্যা এটা সম্ভব। বিস্তারিত এখানে ক্লিক করুন।