'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন::::

অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন Evernote Scannable এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive অ্যাপটি ব্যবহার করতে পারেন।
২. বারকোড রিডার
বিভিন্ন পণ্যর গায়ে লাগানো থাকে বারকোড। কিন্তু সেই বারকোডে কী লেখা রয়েছে তা পড়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটিকে। এ ক্ষেত্রে একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আইফোনের জন্য একটি বারকোড স্ক্যানার অ্যাপ হলো Quick Scan. এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা ব্যবহার করতে পারেন ShopSavvy Barcode & QR Scanner.
৩. ভাষান্তর
বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ভাষার লেখা বুঝতে পারেন না? এ সমস্যার সমাধান দিতে পারে আপনার স্মার্টফোন ক্যামেরা। এ ক্ষেত্রে বাংলা ভাষার সাপোর্ট খুব একটা পাওয়া না গেলেও বহু ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে নিতে পারবেন। এ জন্য ডাউনলোড করতে হবে Google Translate. এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক।
৪. নক্ষত্র পর্যবেক্ষণ
আকাশে বহু তারার মাঝে কোনটির নাম কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়? আপনার সেই আগ্রহ মেটানোর জন্যও রয়েছে উপায়। এক্ষেত্রে SkyView নামে একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। এতে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই ব্যবস্থা রয়েছে। এ অ্যাপটি আপনার স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন নক্ষত্রের অবস্থান যেমন জানাবে তেমন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকেও চেনাবে।
৫. সিসি ক্যামেরা
আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় কিন্তু কিছুটা হলেও ভালো থাকে ক্যামেরা তাহলে এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত ফোন প্রয়োজন। বাড়ির ভেতরে বা বাইরে যে স্থান দেখতে চান, তার দিকে তাক করে রাখুন মোবাইলের ক্যামেরাটি। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা ‘Salient Eye’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে মেসেজ দেখতে পারবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা Manything নামে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
- See more at: http://corporatenews.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB.html#sthash.cpU0sBSe.dpuf
 অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন Evernote Scannable এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive অ্যাপটি ব্যবহার করতে পারেন।
২. বারকোড রিডার
বিভিন্ন পণ্যর গায়ে লাগানো থাকে বারকোড। কিন্তু সেই বারকোডে কী লেখা রয়েছে তা পড়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটিকে। এ ক্ষেত্রে একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আইফোনের জন্য একটি বারকোড স্ক্যানার অ্যাপ হলো Quick Scan. এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা ব্যবহার করতে পারেন ShopSavvy Barcode & QR Scanner.
৩. ভাষান্তর
বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ভাষার লেখা বুঝতে পারেন না? এ সমস্যার সমাধান দিতে পারে আপনার স্মার্টফোন ক্যামেরা। এ ক্ষেত্রে বাংলা ভাষার সাপোর্ট খুব একটা পাওয়া না গেলেও বহু ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে নিতে পারবেন। এ জন্য ডাউনলোড করতে হবে Google Translate. এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক।
৪. নক্ষত্র পর্যবেক্ষণ
আকাশে বহু তারার মাঝে কোনটির নাম কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়? আপনার সেই আগ্রহ মেটানোর জন্যও রয়েছে উপায়। এক্ষেত্রে SkyView নামে একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। এতে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই ব্যবস্থা রয়েছে। এ অ্যাপটি আপনার স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন নক্ষত্রের অবস্থান যেমন জানাবে তেমন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকেও চেনাবে।
৫. সিসি ক্যামেরা
আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় কিন্তু কিছুটা হলেও ভালো থাকে ক্যামেরা তাহলে এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত ফোন প্রয়োজন। বাড়ির ভেতরে বা বাইরে যে স্থান দেখতে চান, তার দিকে তাক করে রাখুন মোবাইলের ক্যামেরাটি। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা ‘Salient Eye’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে মেসেজ দেখতে পারবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা Manything নামে অ্যাপটি ব্যবহার করতে পারেন।*****
অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। - See more at: http://corporatenews.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB.html#sthash.cpU0sBSe.dpuf
অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন Evernote Scannable এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive অ্যাপটি ব্যবহার করতে পারেন।
২. বারকোড রিডার
বিভিন্ন পণ্যর গায়ে লাগানো থাকে বারকোড। কিন্তু সেই বারকোডে কী লেখা রয়েছে তা পড়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটিকে। এ ক্ষেত্রে একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আইফোনের জন্য একটি বারকোড স্ক্যানার অ্যাপ হলো Quick Scan. এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা ব্যবহার করতে পারেন ShopSavvy Barcode & QR Scanner.
৩. ভাষান্তর
বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ভাষার লেখা বুঝতে পারেন না? এ সমস্যার সমাধান দিতে পারে আপনার স্মার্টফোন ক্যামেরা। এ ক্ষেত্রে বাংলা ভাষার সাপোর্ট খুব একটা পাওয়া না গেলেও বহু ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে নিতে পারবেন। এ জন্য ডাউনলোড করতে হবে Google Translate. এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক।
৪. নক্ষত্র পর্যবেক্ষণ
আকাশে বহু তারার মাঝে কোনটির নাম কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়? আপনার সেই আগ্রহ মেটানোর জন্যও রয়েছে উপায়। এক্ষেত্রে SkyView নামে একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। এতে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই ব্যবস্থা রয়েছে। এ অ্যাপটি আপনার স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন নক্ষত্রের অবস্থান যেমন জানাবে তেমন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকেও চেনাবে।
৫. সিসি ক্যামেরা
আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় কিন্তু কিছুটা হলেও ভালো থাকে ক্যামেরা তাহলে এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত ফোন প্রয়োজন। বাড়ির ভেতরে বা বাইরে যে স্থান দেখতে চান, তার দিকে তাক করে রাখুন মোবাইলের ক্যামেরাটি। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা ‘Salient Eye’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে মেসেজ দেখতে পারবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা Manything নামে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
- See more at: http://corporatenews.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB.html#sthash.cpU0sBSe.dpuf

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন

স্মার্টফোনের ক্যামেরার ৫টি দারুণ ব্যবহার জেনে নিন

Free Barcode Maker & Reader

Free Online Barcode Maker :::::

আসসালামু আলাইকুম।
আপনি নিজে-নিজেই এখন  এখান থেকে  অনলাইনে ফ্রি বারকোড তৈরি করতে পারবেন।
তাহলে আর দেরি কেন?
ভালো থাকুন সবাই।
ধন্যবাদ।

Decode a 1D or 2D barcode :::

আবার সেই বারকোড অথবা যেকোন বারকোডের ছবি বা লিংক সাবমিট করে আপনি জানতে পারবেন, সেই বারকোডের মধ্যে কী কী লেখা আছে!!
তাহলে দেরি না করে এখুনি এই লিঙ্কে ক্লিক করুন। আর জেনে নিন বারকোডের বিস্তারিত।
ধন্যবাদ সবাইকে।

ইউটিউব url টিপস এন্ড ট্রিকস

ইউটিউব url টিপস এন্ড ট্রিকস:::

ভিডিও ডাউনলোড করাঃ 

http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তাহলে এড্রেসবারে http://www.OKyoutube.com/watch?v=_wfrZXKFPAU লিখে Enter মারুন দেখবেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে।
এরকম আরও হাজারখানেক নিয়ম আছে। OK এর জায়গায় kiss লিখতে হবে। অর্থাৎ যদি নিwww.youtube.com/watch?v=_wfrZXKFPAU ভিডিওটা ডাউনলোড করতে হয় তবে এড্রেসবারে http://www.kissyoutube.com/watch?v=_wfrZXKFPAU লিখলেই চলবে!
আরেকটা আছে youtube000 এখানে যদি লিঙ্ক হয় http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU তাহলে ডাউনলোডের লিঙ্ক হবে http://www.youtube.com000/watch?v=_wfrZXKFPAU । এখানে flv, mp4 , 3gp তিনটাই আছে দেখলাম ।

আরেকটা youtube এর জায়গায় keephd লিখলে অর্থাৎ http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU এটা ডাউনলোড করতে http://www.keepHD.com/watch?v=_wfrZXKFPAU লিখলে Flash, For mobile, Mp4, HQ MP4(720p), HQ MP4(1080p) ফরমাটের ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

হাই কোয়ালিটি ভিডিও দেখাঃ

ইউটিউবের সব ভিডিও হাই কোয়ালিটিতে থাকে না। আপনি ইচ্ছা করলে তা হাই কোয়ালিটিতে দেখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে url এর শেষে ‘&fmt=18′ অথবা ‘&fmt=22′ যোগ করতে হবে।
উদাহরনঃ http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k তে ভিডিও টি সাধারণ কোয়ালিটিতে আছে এক্ষেত্রে আপন http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=18 অথবা http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=22 তে হাই কোয়ালিটি ভিডিও পাবেন।

হাই-কোয়ালিটি ভিডিও এমবেড করাঃ

এর জন্য শেষে “&ap=%2526fmt%3D18″ অথবা “&ap=%2526fmt%3D22″ যোগ করতে হবে।

ভিডিওর নির্দিষ্ট অংশ দেখাঃ

ধরুন আপনার পুরো ভিডিওটি দেখার দরকার নেই। ১ মিনিট ২২ সেকেন্ড পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে url এর শেষে #t=01m22s (#t=XXmYYs for XX mins and YY seconds) zOg করুন।

ভিডিওর নির্দিষ্ট অংশ এমবেড করাঃ

ধরুন আপনি ভিডিওটির ৩০ সেকেন্ড পর থেকে এমবেড করতে চান। সেক্ষেত্রে url এর শেষে ‘&start=30′ যোগ করুন।

এমবেডেড ভিডিও অটোপ্লে করাঃ

কোন সাইটে কোন ভিডিও এমবেড করার পর সাধারণত ভিডিওর উপর ক্লিক না করা পর্যন্ত শুরু হয় না। শেষে ‘&autoplay=1′ যোগ করলে পেজ লোড হবার সাথে সাথে ভিডিও প্লে হওয়া আরম্ভ করবে। আর ক্লিক করার দরকার হবে না। যেমন

এমবেডেড ভিডিও অটোমেটিক্যালি রি-প্লে করাঃ

‘&loop=1′ যোগ করে আপনি এটা করতে পারেন। অর্থাৎ ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এটি আবার শুরু হবে।

রিলেটেড ভিডিও ডিজএবল করাঃ

এক্ষেত্রে ‘&rel=0′ যোগ করলেই হবে।

এমপিথ্রি ডাউনলোডঃ

http://www.vidtomp3.com/ সাইটে গিইয়ে youtube link টি দিলেই সেখান থেকে mp3 ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

অতি দ্রুত অপারেটিং সিস্টেম ইন্সটল করুন

অতি দ্রুত অপারেটিং সিস্টেম ইন্সটল করুন::::

ভাইরাস বা অন্য কোন কারনে আমাদের প্রায়ই অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয় যা সময় সাপেক্ষ এবং ঝামেলার। এই ক্ষেত্রে Norton Ghost এর মাধ্যমে দ্রুত (চার থেকে পাঁচ মিনিট)  অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়।


Norton Ghost একটি image file তৈরি এবং image file restore করার software প্রথমে http://www.symantec.com/norton/ghost থেকে ডাউনলোড করে নিন (টরেন্ট দিয়ে ডাইনলোড করলে কোন টাকা লাগবে না)।তারপর বুটেবল সিডি করে নিন। প্রথমেই কম্পিউটারে ফ্রেশ উইন্ডোজ ইন্সষ্টল করে সকল ডিভাইস ড্রাইভার ও অন্যান্য প্রয়োজন সফটওয়্যার ইন্সষ্টল করে নিতে হবে। এরপর Norton ghost এর মাধ্যমে উইন্ডোজটির একটি Image file তৈরী করে তা hard disk or DVD তে সংরক্ষণ করে রাখুন।ভাইরাস বা অন্য কোন কারনে অপারেটিং সিস্টেম ক্রাশ করলে Norton Ghost এর মাধ্যমে image file কে পুনরায় restore করা যায়। ফলে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করার প্রয়োজন নাই এমনকি কোন software or driver install করার প্রয়োজন নাই।


Norton Ghost সাহায্যে Image তৈরী করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুনঃ

  • প্রথমে Norton Ghost এর সিডি থেকে কম্পিউটার কে রান করান।
  •  বুট হওয়ার পর Norton Ghost সফটওয়্যারটি অটোরান করবে।
  • Welcome স্ক্রীনে OK তে ক্লিক করুন।
  • এরপর মেনুবার থেকে Local→Partition→To Image সিলেক্ট করুন।
  • কম্পিউটারে যদি একাধিক Hard disk থাকে তবে যে Hard diskটির ইমেজ তৈরী করতে চান সেটি Select Local Source drive by clicking on the drive number উইন্ডো থেকে সেই Hard disk টি Select করে OK চাপুন।
  • Select Source Partition from Basic Drive উইন্ডো থেকে Primary Partition অথাৎ যে Partition এ Windows ইন্সষ্টল করা আছে সেটি Select করে OK চাপুন।
  • File name to Copy Image to উইন্ডো থেকে যে ড্রাইভে ইমেজ ফাইলটি Save করতে চান সেই ড্রাইভটি Select করুন এবং File name box এ ইমেজ ফাইলটির একটি নাম দিয়ে OK চাপুন।
  • ইমেজ ফাইলটি যদি কম্প্রেস করতে না চান তবে No চাপুন, যদি দ্রুত কম্প্রেস করতে চান তবে Fast চাপুন, খুব বেশী কম্প্রেস করতে চাইলে High চাপুন।
  • Process with partition Image creation উইন্ডোতে Yes এ Click করুন। আপনার কম্পিউটারের উইন্ডোজের ইমেজ তৈরী শুরু হয়ে যাবে।
  • Image তৈরী শেষ হলে সফটওয়্যার থেকে বেরিয়ে যান এবং কম্পিউটারটি Restart করুন।


Norton Ghost 2003 সাহায্যে Windows Restore করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুনঃ
  •  Norton Ghost সিডি থেকে কম্পিউটারটি বুট করান।
  • বুট হওয়ার পর Norton Ghost সফটওয়্যারটি অটোরান করবে।
  • Welcome স্ক্রীনে OK তে ক্লিক করুন।
  • এরপর যে মেনুবার আসবে সেখান থেকে Local→Partition→From Image সিলেক্ট করুন।
  •  Image file name to restore from উইন্ডো থেকে যেখানে আগের তৈরী করা Image ফাইলটি Save আছে সেটি Look in বক্স থেকে Select করে Open এ ক্লিক করুন।
  • Select source partition from Image file উইন্ডো থেকে Primary Select করে OK চাপুন।
  • আপনার কম্পিউটারে যদি একাধিক Hard disk থাকে তবে যে Hard disk টিতে Restore করতে চান সেটি Select local destination drive by clicking on the drive number উইন্ডো থেকে সেই Hard disk টি Select করে OK চাপুন।
  • Select destination Partition from Basic drive উইন্ডো থেকে Primary Select করে OK চাপুন।
  • Process with Partition Restore উইন্ডোতে Yes এ Click করুন।
  • Image Restore হয়ে গেলে সফটওয়্যার থেকে বেরিয়ে যান এবং কম্পিউটারটি Restart করুন।

 

আপনার windows 7,8,8.1 ও10 update চিরতরে বন্ধ করুন !

আপনার windows 7,8,8.1 ও10 update চিরতরে বন্ধ করুন !

এবার আপনার windows 7,8,8.1 ও10 update  চিরতরে বন্ধ করে নিল করুন ! আর সেভ করুন আপনার ইন্টার নেট ডাটা।
আমরা অনেকেই আছি যারা মনে করি windows update এ গিয়ে Turn of automatic updating করলে কাজ শেষ।
বাস্তবে এটা ঠিক করলে ইন্টারনেট ডাটা নষ্ট হয় ।
আজ আপনাদের দেখাবো  কি  করে  এই সমস্য খেকে মুত্তি  পাবেন।

Trace করুন আপনার কাছে আসা ইমেইল

Trace করুন আপনার কাছে আসা ইমেইল:::

আমি আজ আপনাদের ইমেইল ট্রেস করার পদ্ধতি শেখাবো। আজ মূলত আমি ইয়াহু! তে প্রাপ্ত ইমেইল এর ip trace করার পদ্ধতি দেখাবো। আর Gmail ও Hotmail আপনি নিজেই পারবেন, আমি খুব সংক্ষেপে বলব।
ইমেইল এড্রেস ট্রেস করার পদ্ধতিতে যে জিনিসটা খুব জরুরি তা হল email header। মুলত এর মাধ্যমেই ট্রেস করা সম্ভব হয়। প্রথমে আপনার যে মেইল ট্রেস করতে চান তার email header সংগ্রহ করতে হবে। email header দেখতে নিচের এই লেখা গুলোর মত যা আপনাকে সংগ্রহ করতে হবে--
তাহলে এই লিঙ্কে ক্লিক  করুন।
ধন্যবাদ।**

ফেসবুক আইডি'র অবাক করা তথ্য

ফেসবুক আইডি'র অবাক করা তথ্য:::

আপনি কি জেনেন আপনার আইডি কে কে ভিজিট করে ?? আপনার অজান্তেই আপনার আইডি আপনার অনেক পরিচিত বা অপরিচিত মানুষ ভিজিট করে।যদি জানতে পারেন কে কে প্রতিনিহত আপনার আইডি দেখতেছে তাহলে অনেক ভাল হত তাইনা ??
তাহলে বিস্তারিত দেখুন…
কীভাবে দেখবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করেছে (অ্যাপ ছাড়া)। আমরা অনেক সময় কৌতুহল বশত জানতে চাই যে, কে কে আমার প্রোফাইল ভিজিট করলো? আবার অনেক সময় জানতে ইচ্ছে করে “ ফেসবুকের কোন বন্ধুটা চুপটি করে এসে কে আমার এফবি প্রোফাইল সবচেয়ে বেশি উলটে পালটে ঘুরে ঘুরে দেখেছে।”
সামান্য কিছু পদ্ধতিতে দেখুন কিভাবে মেটাবেন  আপনার কৌতুহল।
১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।
২) তারপর আপনার প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩) এখন কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করুন একসাথে, আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন।
৪) এখন কিবোর্ড থেকে CTRL+F প্রেস করুন। যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন {“list”:
৫) {“list”: এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে। প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রোফাইল ভিজিট করেছে তার আইডি।
৬) এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন? তো যেকোন একটা আইদি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রোফাইল চলে আসতেছে।
http://www.facebook.com/Facebook_Profile_Idএখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন। উদাহরণঃ http:// www.facebook com/1234567
বিঃদ্রঃ যদি {“list”: দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি নিচের ছবির মত দেখা যাবে।