'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

মোবাইলে কোন মিসকল/ম্যাসেজ/মেইল এলে সেটা কানেক্টেড থাকা সব ডিভাইস/পিসিতে দেখাবে

PushBullet: মিস হবে না একটি কল/ম্যাসেজ/নোটিফিকেশনও!

কেমন লাগে যখন পিসিতে বসে কাজ করার সময় মোবাইলে গুরুত্বপূর্ণ কল/ম্যাসেজ মিস যায়? বা, একটা মোবাইল ভুলে বাসায় রেখে আসলে ওটাতে গুরুত্বপূর্ণ কল/ম্যাসেজ আসে? খারাপ লাগা স্বাভাবিক 😛 তাই এই খারাপ লাগা দূর করে দিতে জনৈক ডেভেলপার বানিয়ে ফেলেছেন একটি সেরাম এপ, যার নাম PushBullet!
....... বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Features
Never miss a call or text again while working at your computer.
See all of your phone’s notifications on your computer. You can see text messages, phone calls, and more.

Send files from your computer to your phone with a click.
Getting pictures from your computer onto your phone has never been easier. Files download automatically and open from the notification. No more digging things out of your email inbox or Dropbox.

The easiest way to get links from your computer onto your phone
Links can be opened or shared right from your notifications. Never go through the hassle of emailing a link to yourself again.

Channels are notification feeds that you can follow.
Get alerted about things you care about right away.

Screenshots



সেটাপ
এই এপ ব্যবহারের জন্য প্রথমে প্লে স্টোর থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে (লিঙ্ক পোস্টের শেষে) এবং ক্রোম বা ফায়ারফক্সে(যেটা আপনি ব্যবহার করেন) এক্সটেনশন ইন্সটল করতে হবে।

প্রথমে PushBullet এর Official Website এ যান। আপনার গুগল আইডি দিয়ে সাইন আপ করুন।
তারপর ওই পেইজ থেকে এক্সটেনশন ইন্সটল করার লিঙ্ক পাবেন, ডাউনলোড করতে না পারলে সমস্যা নাই, সেটার লিঙ্কও নিচে দেয়া আছে, ব্রাউজারে ইন্সটল করুন, Enable করুন।
মোবাইলে এপটা ইন্সটল করুন, জিমেইল আইডি দিয়ে সাইন ইন করুন, আপনার কাজ শেষ।

এপে ঢুকলে আপনার পুশ করা সব ম্যাসেজ দেখতে পাবেন (যদি করে থাকে আর কি)
আপনি চাইলে নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন এপ থেকেই, বা যদি চান নির্দিষ্ট কিছু এপ থেকে শুধু নোটিফিকেশন পিসিতে/অন্য মোবাইলে দেখাক, তাহলে Settings > Only for some apps এ গিয়ে সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। সেটিংস এ আরো কিছু দরকারী অপশন পাবেন।

এখন মোবাইলে কোন মিসকল/ম্যাসেজ/মেইল আসলে সেটা কানেক্টেড থাকা সব ডিভাইস/পিসিতে দেখাবে। যেমন আমার মোবাইল থেকে আসা পুশ ম্যাসেজ পিসিতেঃ


আর কোন লিঙ্ক/ম্যাপ পিসি থেকে মোবাইলে পাঠাতে হলে খুব সোজা-


এরকম আরো অনেক অপশন আছে, ইন্সটল করুন আর নিজে নিজে খুঁজতে থাকুন 🙂
Download
PushBullet App – Play Store Link
Play Store ছাড়া সরাসরি যেভাবে ডাউনলোড করবেন
—–
PushBullet Extension for Chrome
PushBullet Extension (Alternate Link) for Chrome (Download, open Extensions, Drag and drop to Extensions)
—–
PushBullet Extension for FireFox
------------

কিভাবে ফোনবুকের ব্যাকআপ রাখা যায়

কিভাবে ফোনবুকের ব্যাকআপ রাখা যায়

আজকে আমরা শিখবো কিভাবে কন্টাক্ট ব্যাক আপ রাখা যায় এবং এক্সিডেন্টালি হারিয়ে গেলে রিকভার করা যায়।


যারা এন্ড্রয়েড ইউজ করে তাদের সবারই একটা Gmail একাউন্ট থাকে। (না থাকা মানে আপনি জিন্দেগী তে Google play থেকে এপ নামান নাই) এই Gmail একাউন্টেই আপনি সব কন্টাক্ট Sync (Synchronization) করে রাখতে পারবেন। এ পদ্ধতিতে আপনার সব কন্টাক্ট গুগলের অনলাইন সার্ভারে থাকবে, চোর তো আর অনলাইন সার্ভার চুরি করতে পারবে না :/

এবার আসেন কেমনে করবেন।
প্রথমে সিমের নাম্বার সব Gmail এ আনবো, তারপর কন্টাক্ট সেইভ করার খেয়াল রাখবো, নাম্বার মুছে গেলে গুগল থেকে Sync করা শিখবো এবং সব শেষে কিছু সাবধানতা।

আমাদের সবারই সিমে ফোন নাম্বার থাকে, এগুলো আগে Gmail একাউন্টে আনি। “People” এপ টাতে ঢুকেন
তারপর মেনু থেকে “Import/Export”


তারপর আপনার সিম সিলেক্ট করুন ( যেটা থেকে কপি করবেন) ছবির মত
Next দিন।



তারপর জিমেইল আইডি সিলেক্ট করবেন (যেটাতে কপি করবেন)
যেগুলা কপি করতে চান সিলেক্ট করে দিন / সব করতে চাইলে ‘0 Selected ‘ এ প্রেস করুন, অপশন পাবেন।
সাকসেসফুল হলে উপরে নোটিফিকেশন দেখাবে কতটা কপি হল।

কপি তো করলেন এখন কেমনে শিওর হবেন যে এগুলা সার্ভার পর্যন্ত পৌঁছে গেছে কিনা?
Settings > Account > Google > @gmail.com তে যান।



সেখানে ‘Contacts’ এর পাশে টিক চিহ্ন দিন, দেয়া থাকলে তুলে আবার দিন! — (ঘটনা ২)
এবার Sync হওয়া শুরু হবে। প্রথম বার হতে টাইম নিবে, অবশেষে ‘Last Sync at …. ‘ দেখাবে, মানে হয়ে গেসে।
যদি Sync ঠিক মত না হয় তাহলে Error দেখাবে।

এবার নতুন কোন নাম্বার সেইভ করার সময় ‘Store the contact to ‘ এর জায়গায় জিমেইল আইডিতে করবেন।তাইলে নিজে নিজে Sync হবে।

রুট করার পর আমরা নাচতে নাচতে কাস্টম রম ফ্ল্যাশ করি,কিন্তু করার আগে কন্টাক্ট ব্যাক আপ রাখতে মনে থাকে না, ফলশ্রুতিতে ‘ঘটনা ১’ ঘটে। অথবা চুরি হয়ে গেলে তো কিছু করার নাই।
তো নতুন মোবাইলে আপনার যা করতে হবে তা হল ওই জিমেইল আইডিটা দিয়ে সাইন ইন করতে হবে। তারপর একইভাবে ‘ঘটনা ২’ এর মত Contact এ টিক দিবেন। সব কন্টাক্ট আবার আপনার মোবাইলে এসে যাবে।

কিছু সাবধানতাঃ
•নিশ্চয় বুঝে গেসেন Gmail আইডিটা কি পরিমান ইম্পরটেন্ট, তাই ভুলে যাওয়ার চান্স থাকলে পাসওয়ার্ড লিখে রাখুন কোথাও।

•Sync এর পর People এ গিয়ে যদি আপনি কোন Contact ডিলিট করে দেন,তাইলে সেটা কিন্তু গুগল সার্ভার থেকেও ডিলিট হয়ে যাবে। এরকম মনে করিয়েন না যে, মোবাইল থেকে এনা ডিলিট করসি, সার্ভারে তো রয়ে গেসে।
জ্বি না, এটা সর্বক্ষণে সার্ভারের সাথে কানেক্টেড

• Phone এর কন্টাক্ট Gmail এ কপি করার পর সবগুলো একসাথে দেখায় তাই এক নাম্বার দুইবার দুইবার লাগে। এটা থেকে বাঁচতে
People > Contact To Display > আপনার জিমেইল আইডি সিলেক্ট করে দেন। কাজ শেষ।
---+----------+---------
আরো জানতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে

এমএস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি একসঙ্গে লেখা

এমএস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি একসঙ্গে লেখা


এমএস ওয়ার্ডে বাংলা-ইংরেজী একসঙ্গে লিখতে গেলে অনেককেই বেগ পেতে হয়। বারবার মেনু থেকে ফন্ট পরিবর্তন করা খুবই ঝামেলার ব্যাপার। এ থেকে পরিত্রাণ পেতে আপনি বাংলা-ইংরেজী ফন্টকে কি-বোর্ডে শর্টকাট করে রাখতে পারেন। এ জন্য-

1.      প্রথমে মেনুবারে Tools মেনুতে ক্লিক করে ড্রপ-ডাউন মেনু হতে  Customize-এ ক্লিক করুন। পর্দায় Customize উইন্ডো আসবে।

2.      উক্ত উইন্ডোর Command ট্যাবে ক্লিক করে Categories: বক্সের Fonts-এ ক্লিক করম্নন এবং ডান পাশের Command: বক্স থেকে বাংলা SutonnyMJ বা অন্য কোনো বাংলা ফন্ট সিলেক্ট করম্নন।

3.      এরপর প্রদর্শিত উইন্ডোর নিচের দিকে Keyboard বাটনে ক্লিক করম্নন। পর্দায় Customize Keyboard উইন্ডো আসবে।

4.      এবার Customize Keyboard-এর Press new shortcut key: লেখা বক্সে কারসার নিয়ে কি বোর্ড থেকে Ctrl+1 চাপুন।

5.      এরপর Assign বাটনে ক্লিক করলে Current keys: বক্সে শর্টকাট চলে আসবে।

6.      এভাবে ইংরেজী লেখার জন্য Times New Roman বা অন্য কোন ফন্ট সিলেক্ট করে Ctrl+2 শর্টকাট করুন।

7.      এখন লেখার সময় বাংলা ফন্টের জন্য Ctrl+1 চাপুন এবং ইংরেজী ফন্টের জন্য Ctrl+2 চাপুন।
...........................
এছাড়াও বিস্তারিত এখানে দেখুন।