'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

এইচটিএমএল কোডের মাধ্যমে ফ্লাশ ফাইল দেখানো

এইচটিএমএল কোডের মাধ্যমে ফ্লাশ ফাইল দেখানো, Add Flash File by Using HTML Code, Embed a Flash File in Wordpress joomla and Others

এইচটিএমএল কোডের মাধ্যমে আপনি খুব সহজে ফ্লাশ ফাইল এমবেড করতে পারবেন আপনার সাইটে।

 এজন্য কোন প্লাগিন ইউস করতে হবে না। শুধুমাত্র আমি যে কোড দিব সেটি অনুসরন করুন । প্রথমে আপনার ফ্লাশ ফাইলটি হোস্টিং সার্ভারে আপলোড করুন.....
তারপর সেটির ইউআরএল-টি আলাদা করে রাখুন। এবার নিচের কোডটুকু আপনি কপি করে যেখানে ফ্লাশ ফাইল দেখাতে চান সেখানে পেস্ট করুন। তারপর http://your .url/flashfile.swf ইউআরএল-টি আপনার ফ্লাশ ফাইলের ইউআরএল দ্বারা রিপ্লেস করুন। এবার আপনার ফ্লাশ ফাইলটির উচ্চতা() এবং প্রস্থ() পরিবর্তন করুন। এবার যেখানে কোডটি বসালেন সেটি সেভ করুন। ব্যাস কাজ শেষ।

<object width="468" height="60" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="quality" value="high" /><param name="src" value="http://your .url/flashfile.swf" /><embed width="468" height="60" type="application/x-shockwave-flash" src="http://your .url/flashfile.swf" quality="high" /></object>



এবার দেখুন আপনার ফ্লাশ ফাইলটি দেখাচ্ছে। আশাকরি অনেক ভাল লেগেছে। আর একটি কথা, ফ্লাশ ফাইল একবার আপলোড করে, এই একই কোড দিয়ে আপনি আপনার অন্যান্য সাইটে ফ্লাশ ফাইলটি দেখাতে পারবেন। এজন্য আপনার দ্বিতীয়বার আপলোড করার দরকার হবে না।

ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।