'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

বিদেশ যেতে দালালকে সায়েস্তা করুন

আপনি কি বিদেশ যাচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই!!

সম্মানিত পাঠক,
আপনি কি কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? এক্ষেত্রে বাংলাদেশে কোনো রিক্রুটিং এজেন্সী কিংবা তাদের দালাল কি আপনার 

বিদেশ যাত্রায় কোনো ঝামেলা সৃষ্টি করছে? কিংবা অযথা কোনো হয়রানি করছে? অথবা বিদেশে গিয়ে.....
আপনি চুক্তি অনুযায়ী বেতন, বাসস্থান, খাবার পাচ্ছেন না?
আপনি যে দেশেই যান বা থাকুন না কেন, ঘরে বসে অনলাইনেই বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান "জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো" অর্থাৎ BMET অফিসের ওয়েবসাইটে ওই দালাল কিংবা রিক্রুটিং এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এই লিংকে গিয়ে অভিযোগ করলে সরকার আপনার অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।
ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।