'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

অতি দ্রুত অপারেটিং সিস্টেম ইন্সটল করুন

অতি দ্রুত অপারেটিং সিস্টেম ইন্সটল করুন::::

ভাইরাস বা অন্য কোন কারনে আমাদের প্রায়ই অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয় যা সময় সাপেক্ষ এবং ঝামেলার। এই ক্ষেত্রে Norton Ghost এর মাধ্যমে দ্রুত (চার থেকে পাঁচ মিনিট)  অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়।


Norton Ghost একটি image file তৈরি এবং image file restore করার software প্রথমে http://www.symantec.com/norton/ghost থেকে ডাউনলোড করে নিন (টরেন্ট দিয়ে ডাইনলোড করলে কোন টাকা লাগবে না)।তারপর বুটেবল সিডি করে নিন। প্রথমেই কম্পিউটারে ফ্রেশ উইন্ডোজ ইন্সষ্টল করে সকল ডিভাইস ড্রাইভার ও অন্যান্য প্রয়োজন সফটওয়্যার ইন্সষ্টল করে নিতে হবে। এরপর Norton ghost এর মাধ্যমে উইন্ডোজটির একটি Image file তৈরী করে তা hard disk or DVD তে সংরক্ষণ করে রাখুন।ভাইরাস বা অন্য কোন কারনে অপারেটিং সিস্টেম ক্রাশ করলে Norton Ghost এর মাধ্যমে image file কে পুনরায় restore করা যায়। ফলে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করার প্রয়োজন নাই এমনকি কোন software or driver install করার প্রয়োজন নাই।


Norton Ghost সাহায্যে Image তৈরী করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুনঃ

  • প্রথমে Norton Ghost এর সিডি থেকে কম্পিউটার কে রান করান।
  •  বুট হওয়ার পর Norton Ghost সফটওয়্যারটি অটোরান করবে।
  • Welcome স্ক্রীনে OK তে ক্লিক করুন।
  • এরপর মেনুবার থেকে Local→Partition→To Image সিলেক্ট করুন।
  • কম্পিউটারে যদি একাধিক Hard disk থাকে তবে যে Hard diskটির ইমেজ তৈরী করতে চান সেটি Select Local Source drive by clicking on the drive number উইন্ডো থেকে সেই Hard disk টি Select করে OK চাপুন।
  • Select Source Partition from Basic Drive উইন্ডো থেকে Primary Partition অথাৎ যে Partition এ Windows ইন্সষ্টল করা আছে সেটি Select করে OK চাপুন।
  • File name to Copy Image to উইন্ডো থেকে যে ড্রাইভে ইমেজ ফাইলটি Save করতে চান সেই ড্রাইভটি Select করুন এবং File name box এ ইমেজ ফাইলটির একটি নাম দিয়ে OK চাপুন।
  • ইমেজ ফাইলটি যদি কম্প্রেস করতে না চান তবে No চাপুন, যদি দ্রুত কম্প্রেস করতে চান তবে Fast চাপুন, খুব বেশী কম্প্রেস করতে চাইলে High চাপুন।
  • Process with partition Image creation উইন্ডোতে Yes এ Click করুন। আপনার কম্পিউটারের উইন্ডোজের ইমেজ তৈরী শুরু হয়ে যাবে।
  • Image তৈরী শেষ হলে সফটওয়্যার থেকে বেরিয়ে যান এবং কম্পিউটারটি Restart করুন।


Norton Ghost 2003 সাহায্যে Windows Restore করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুনঃ
  •  Norton Ghost সিডি থেকে কম্পিউটারটি বুট করান।
  • বুট হওয়ার পর Norton Ghost সফটওয়্যারটি অটোরান করবে।
  • Welcome স্ক্রীনে OK তে ক্লিক করুন।
  • এরপর যে মেনুবার আসবে সেখান থেকে Local→Partition→From Image সিলেক্ট করুন।
  •  Image file name to restore from উইন্ডো থেকে যেখানে আগের তৈরী করা Image ফাইলটি Save আছে সেটি Look in বক্স থেকে Select করে Open এ ক্লিক করুন।
  • Select source partition from Image file উইন্ডো থেকে Primary Select করে OK চাপুন।
  • আপনার কম্পিউটারে যদি একাধিক Hard disk থাকে তবে যে Hard disk টিতে Restore করতে চান সেটি Select local destination drive by clicking on the drive number উইন্ডো থেকে সেই Hard disk টি Select করে OK চাপুন।
  • Select destination Partition from Basic drive উইন্ডো থেকে Primary Select করে OK চাপুন।
  • Process with Partition Restore উইন্ডোতে Yes এ Click করুন।
  • Image Restore হয়ে গেলে সফটওয়্যার থেকে বেরিয়ে যান এবং কম্পিউটারটি Restart করুন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।