'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

আপনার ই-মেইলে ফেসবুকের অত্যাচার? নিন সমাধান

ইমেলে ফেসবুকের অত্যাচার !!! 

আর হবে না দেখে নিন।

আমি আজ একটি ট্রিকস দেখাব, যা আপনার ইমেলে ফেসবুক এর Notification  আর দেখাবে না। তা অন্য একটি ফোল্ডার এ চলে যাবে।

১. প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল আপনার ইমেল একাউন্টটি লগইন করুন।

২. তারপর ইমেল এর Settings  এ চলে যান সরাসরি।

৩. তারপর সেখানে গিয়ে Filters  আপশনে চলে যান।

৪. তারপর সেখানে গিয়ে Create a new filter ক্লিক কর।

৫. তারপর একটি বক্স আসবে। সেখানে আপনি যে ওয়েবসাইটের Notification     বন্ধ করতে চান তার নাম দিন। যেমনঃ আপনি ফেসবুক এর বন্ধ করতে চাইলে এখানে facebook  লিখবেন।
এছাড়াও ক্লিক করে করে বিস্তারিত দেখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।