'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

এমএস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি একসঙ্গে লেখা

এমএস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি একসঙ্গে লেখা


এমএস ওয়ার্ডে বাংলা-ইংরেজী একসঙ্গে লিখতে গেলে অনেককেই বেগ পেতে হয়। বারবার মেনু থেকে ফন্ট পরিবর্তন করা খুবই ঝামেলার ব্যাপার। এ থেকে পরিত্রাণ পেতে আপনি বাংলা-ইংরেজী ফন্টকে কি-বোর্ডে শর্টকাট করে রাখতে পারেন। এ জন্য-

1.      প্রথমে মেনুবারে Tools মেনুতে ক্লিক করে ড্রপ-ডাউন মেনু হতে  Customize-এ ক্লিক করুন। পর্দায় Customize উইন্ডো আসবে।

2.      উক্ত উইন্ডোর Command ট্যাবে ক্লিক করে Categories: বক্সের Fonts-এ ক্লিক করম্নন এবং ডান পাশের Command: বক্স থেকে বাংলা SutonnyMJ বা অন্য কোনো বাংলা ফন্ট সিলেক্ট করম্নন।

3.      এরপর প্রদর্শিত উইন্ডোর নিচের দিকে Keyboard বাটনে ক্লিক করম্নন। পর্দায় Customize Keyboard উইন্ডো আসবে।

4.      এবার Customize Keyboard-এর Press new shortcut key: লেখা বক্সে কারসার নিয়ে কি বোর্ড থেকে Ctrl+1 চাপুন।

5.      এরপর Assign বাটনে ক্লিক করলে Current keys: বক্সে শর্টকাট চলে আসবে।

6.      এভাবে ইংরেজী লেখার জন্য Times New Roman বা অন্য কোন ফন্ট সিলেক্ট করে Ctrl+2 শর্টকাট করুন।

7.      এখন লেখার সময় বাংলা ফন্টের জন্য Ctrl+1 চাপুন এবং ইংরেজী ফন্টের জন্য Ctrl+2 চাপুন।
...........................
এছাড়াও বিস্তারিত এখানে দেখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।