'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

কিভাবে ফোনবুকের ব্যাকআপ রাখা যায়

কিভাবে ফোনবুকের ব্যাকআপ রাখা যায়

আজকে আমরা শিখবো কিভাবে কন্টাক্ট ব্যাক আপ রাখা যায় এবং এক্সিডেন্টালি হারিয়ে গেলে রিকভার করা যায়।


যারা এন্ড্রয়েড ইউজ করে তাদের সবারই একটা Gmail একাউন্ট থাকে। (না থাকা মানে আপনি জিন্দেগী তে Google play থেকে এপ নামান নাই) এই Gmail একাউন্টেই আপনি সব কন্টাক্ট Sync (Synchronization) করে রাখতে পারবেন। এ পদ্ধতিতে আপনার সব কন্টাক্ট গুগলের অনলাইন সার্ভারে থাকবে, চোর তো আর অনলাইন সার্ভার চুরি করতে পারবে না :/

এবার আসেন কেমনে করবেন।
প্রথমে সিমের নাম্বার সব Gmail এ আনবো, তারপর কন্টাক্ট সেইভ করার খেয়াল রাখবো, নাম্বার মুছে গেলে গুগল থেকে Sync করা শিখবো এবং সব শেষে কিছু সাবধানতা।

আমাদের সবারই সিমে ফোন নাম্বার থাকে, এগুলো আগে Gmail একাউন্টে আনি। “People” এপ টাতে ঢুকেন
তারপর মেনু থেকে “Import/Export”


তারপর আপনার সিম সিলেক্ট করুন ( যেটা থেকে কপি করবেন) ছবির মত
Next দিন।



তারপর জিমেইল আইডি সিলেক্ট করবেন (যেটাতে কপি করবেন)
যেগুলা কপি করতে চান সিলেক্ট করে দিন / সব করতে চাইলে ‘0 Selected ‘ এ প্রেস করুন, অপশন পাবেন।
সাকসেসফুল হলে উপরে নোটিফিকেশন দেখাবে কতটা কপি হল।

কপি তো করলেন এখন কেমনে শিওর হবেন যে এগুলা সার্ভার পর্যন্ত পৌঁছে গেছে কিনা?
Settings > Account > Google > @gmail.com তে যান।



সেখানে ‘Contacts’ এর পাশে টিক চিহ্ন দিন, দেয়া থাকলে তুলে আবার দিন! — (ঘটনা ২)
এবার Sync হওয়া শুরু হবে। প্রথম বার হতে টাইম নিবে, অবশেষে ‘Last Sync at …. ‘ দেখাবে, মানে হয়ে গেসে।
যদি Sync ঠিক মত না হয় তাহলে Error দেখাবে।

এবার নতুন কোন নাম্বার সেইভ করার সময় ‘Store the contact to ‘ এর জায়গায় জিমেইল আইডিতে করবেন।তাইলে নিজে নিজে Sync হবে।

রুট করার পর আমরা নাচতে নাচতে কাস্টম রম ফ্ল্যাশ করি,কিন্তু করার আগে কন্টাক্ট ব্যাক আপ রাখতে মনে থাকে না, ফলশ্রুতিতে ‘ঘটনা ১’ ঘটে। অথবা চুরি হয়ে গেলে তো কিছু করার নাই।
তো নতুন মোবাইলে আপনার যা করতে হবে তা হল ওই জিমেইল আইডিটা দিয়ে সাইন ইন করতে হবে। তারপর একইভাবে ‘ঘটনা ২’ এর মত Contact এ টিক দিবেন। সব কন্টাক্ট আবার আপনার মোবাইলে এসে যাবে।

কিছু সাবধানতাঃ
•নিশ্চয় বুঝে গেসেন Gmail আইডিটা কি পরিমান ইম্পরটেন্ট, তাই ভুলে যাওয়ার চান্স থাকলে পাসওয়ার্ড লিখে রাখুন কোথাও।

•Sync এর পর People এ গিয়ে যদি আপনি কোন Contact ডিলিট করে দেন,তাইলে সেটা কিন্তু গুগল সার্ভার থেকেও ডিলিট হয়ে যাবে। এরকম মনে করিয়েন না যে, মোবাইল থেকে এনা ডিলিট করসি, সার্ভারে তো রয়ে গেসে।
জ্বি না, এটা সর্বক্ষণে সার্ভারের সাথে কানেক্টেড

• Phone এর কন্টাক্ট Gmail এ কপি করার পর সবগুলো একসাথে দেখায় তাই এক নাম্বার দুইবার দুইবার লাগে। এটা থেকে বাঁচতে
People > Contact To Display > আপনার জিমেইল আইডি সিলেক্ট করে দেন। কাজ শেষ।
---+----------+---------
আরো জানতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।