'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

কাঠের হিসাব, গাছ মাপার নিয়ম জানার উপায়

শিখে নিন--- কাঠের হিসাব, গাছ মাপার নিয়ম জানার উপায়

আমরা অনেকে পড়াশোনা অনেক জানলেও কিছু কিছু বিষয় রয়েছে যা আমাদের অজানা থেকে যায়। যেমন ধরুন আপনি একটি কাঠের হিসাব কিভাবে বের করবেন জানেন না।

আজ আমরা জানব কিভাবে গোল কাঠের হিসাব বের করতে হয়।

কাঠের ফুট হিসাব জানার উপায়

গোল কাঠের হিসাব: ধরুন, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৫ ফুট ও লম্বা ৮ ফুট হলে কাঠটি
কত CFT? {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬=CFT সমাধান {(৫x৫)x ৮}÷১৬ =>{২৫x৮}÷১৬ =>২০০÷১৬ =>১২.৫ CFT

গাছের মাপ জানার উপায়
একটি গাছের মাপ নিম্নোরুপ
কাঠের হিসাব দেওয়া হইল:
পরিধি ৫’-০”
দৈর্ঘ্য ২০’-০”
আমরা জানি πD = পরিধি
তাহলে D = 5÷π
D = 1.59 ফুট
গাছের মোট কাঠের পরিমান
= ১.৫৯x১.৫৯x৩.১৪÷৪x২০’-০”
= ৩৯.৬৯ সিএফটি
সাইজ কাঠের পরিমান
= ৫’-০”÷৪
= ১.২৫’
= ১.২৫x১.২৫x২০’-০”
= ৩১.২৫ সিএফটি

কাঠ মাপার সূত্র জানার উপায়
সাইজ কাঠের সূত্র

দৈঘ্য * প্রস্থ* থিকনেস/১৮৮= সি এফ টি ।

অথবা

দৈঘ্য * প্রস্থ* পুরুত/১৭২৮= সি এফ টি।

গুড়ি কাঠের সূত্র

(বেড় *বেড়)* লম্বা/১৬= সি এফ টি।


কতো ইঞ্চি দৈঘ ও কতো ইঞ্চি পোস্ত হলে এক কেবি কাঠ হয়?

আমি তিনটি মাপ জানি,রোয়া,পাইর,সারক

রোয়া= ৩৬ ফিট এ ১ কেবি
সারক = ৪৮ ফিট এ ১ কেবি
পাইর = ১৮ ফিট এ ১ কেবি।
ধন্যবাদ সবাইকে।

৩টি মন্তব্য:

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।