'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট? নিন সমাধান

কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট হওয়ার আগে দেখে নিন কিভাবে Keyboard দিয়ে কম্পিউটার Open করতে হয় ।

অনেক সময় দেখা যায় যে , কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়। এর ফলে কম্পিউটার open করতে আমাদের কষ্ট হয়ে যায় ।
এ জন্য আজ আমি আপনাদেরকে একটি সুন্দর টিপস দিব ।

Bios ওপেন হলে power Management Setup এ যান ।
এবার এখানে Power On My Keyboard অপশন এ যান,এবং Enter দিন.
এখানে আপনাকে Password দিতে বলবে। (একবার অথবা দুইবার) .
আপনি Password দিয়ে Enter দিন।
এরপরে F10 দিয়ে Enter দিন।
এইতো কাজ শেষ ।
এবার আপনি কম্পিউটার বন্ধ করুন।
এরপরে আপনি কম্পিউটার এর Keyboard এ আপনার দেওয়া Password টিপুন এবং সাথে সাথে Enter টিপুন।
দেখেন কাজ করে কিনা।
আমি এই পদ্ধতিটি গিগাবাইট এ পরিক্ষা করেছি।
অন্যান্য MotherBoard এ এই পদ্ধতি কাজ করবে।
এর আগে পোস্টটি এখানে প্রকাশিত হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।