'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

দারাজের অ্যাফিলিয়েট পার্টনার কিভাবে হবেন?

 দারাজের অ্যাফিলিয়েট পার্টনার কিভাবে হবেন?

দারাজ হল বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে বর্তমানে প্রায় নয় লক্ষ ৫০ হাজারের অধিক পণ্য রয়েছে। আপনার বা আপনার সাইটের রেফারেন্স দিয়ে যদি দারাজের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি কিছু কমিশন পাবেন। এটিই হল দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং (Daraz Affiliate Program)।

সাধারণত দারাজ বাংলাদেশ আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরি ভিত্তিক কমিশন দেবে। মূল প্রবন্ধটি এখানে পাবেন। ফ্যাশন প্রোডাক্টের জন্য আপনি সর্বোচ্চ ১২% পর্যন্ত কমিশন পেতে পারেন। যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি দারাজের দশ হাজার টাকা মূল্যের ফ্যাশন পণ্য বিক্রি করেন তাহলে আপনার কমিশন হবে ১০০০০x৮% = ৮০০ টাকা। কিভাবে দারাজের অ্যাফিলিয়েট একাউন্ট খুলবেন? (How to open Daraz Affiliate Account?)

প্রথম ধাপঃ প্রথমেই আপনাকে চলে যেতে হবে এই লিঙ্কে এবং “SIGN UP NOW” এই বাটন -এ ক্লিক করতে হবে,

দ্বিতীয় ধাপঃ ইমেইল আইডি সহ ফর্মটি যত্ন সহকারে পূরণ করুন, ব্যবসার ধরণ ও মাসব্যাপী ট্র্যাফিক এর অপশন বেছে নিন,

তৃতীয় ধাপঃ আপনার ব্যাংক এর তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন,

৪র্থ ধাপঃ ট্যাক্স ও ভ্যাট এর তথ্যাদি ভালভাবে পূরণ করে ফেলুন,

৫ম ধাপঃ  আপনার দারাজ বায়ার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ধরণ, ব্যবসার নাম, ফোন নম্বর, ন্যাশনাল রেজিস্ট্রেশন নম্বর/গভঃ ইস্যু আইডি নম্বর, পোস্টাল অ্যাড্রেস ও আপনার দেশ সিলেক্ট করুন,

৬ষ্ঠ ধাপঃ আপনি কি দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলী সমূহের সাথে একমত?

একমত হলে Yes বাটনে ক্লিক করে Next স্টেপে গিয়ে Submit করে দিলেই আপনার দারাজ অ্যাফিলিয়েট সাইন-আপ ফর্মটি সফলভাবে পূরণ করা সম্ভব হবে।
এছাড়াও এই ঠিকানায় গিয়েও রেজিষ্ট্রেশন করতে পারেন।

আপনার কি কি থাকতে হবে?

১) আপনার নিজস্ব ওয়েবসাইট/ ফেসবুক পেজ/ ইউ টিউব চ্যানেল
২) ব্যাংক অ্যাকাউন্ট
৩) অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সাধারণ কিছু ধারণা

বিভিন্ন পরামর্শ এবং সহায়তার জন্য দারাজ অফিশিয়াল ব্লগ পেজে ভিজিট করুন।

আরও জানতে মেইল করুন এই অ্যাড্রেস এ: affiliateprogram@daraz.com.bd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।