'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

কী-বোর্ডের ফাংশন কী এর কাজ জেনে রাখুন (F1 থেকে F12)

 কী-বোর্ডের ফাংশন কী এর ৬৮ কাজ জেনে রাখুন (F1 থেকে F12)

বন্ধুরা, প্রতিটি কম্পিউটার কী-বোর্ডের সঙ্গেই এক সেট ফাংশন কী রয়েছে। F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি কী যা কী-বোর্ডের একদম উপরে থাকে। প্রতিটি ফাংশন কী এর কাজ রয়েছে, বিশেষ বিশেষ এবং ভিন্ন ভিন্ন কাজ।

আপনি যখনই কোনও ফাংশন কী প্রেস করবেন, তখনই সেটি আপনার জন্যে কোন না কোন কাজ করে দেবে। কখনো কখনো ফাংশন কী এর সাথে Shift, Ctrl কিংবা Alt এর মতো অন্যান্য কী-এর কম্বিনেশনে আলাদা কাজ করা যায়। বিস্তারিত এখানে ক্লিক করে পড়তে পারেন। আবার, কোন কোন সময় Windows কী-এর পাশে থাকা Fn কী সহযোগে যে কোন ফাংশন কী চাপলে পেয়ে যাবেন ভিন্ন ধরণের কাজ।
F1 এর ৬ কাজ

প্রায় সব অপারেটিং সিস্টেমেই যে কোনও প্রোগ্রামের Help Screen ওপেন করতে F1 ব্যবহার করা হয়।
F1 প্রেস করে BIOS সেট আপে প্রবেশ করা হয়।
CMOS সেট আপে প্রবেশ করতেও F1 ব্যবহার করা হয়।
Windows Key + F1 প্রেস করলে Windows Support Center ওপেন হয়।
মাইক্রোসফট্ ওয়ার্ডের Reveal Formating অপশন ওপেন করতে Shift + F1 ব্যবহার করা হয়।
মাইক্রোসফট্ ওয়ার্ডে Ctrl + F1 প্রেস করলে Task Pane ওপেন হয়।

F2 এর ৮ কাজ

যে কোনও ফাইল, ফোল্ডার কিংবা আইকনের নাম পরিবর্তণ (Rename) করতে F2 ব্যবহার করা হয়।
F2 প্রেস করে Bios এবং Cmos এ প্রবেশ করা যায়।
মাইক্রোসফট্ এক্সেলে F2 প্রেস করে Active Cell এডিট করা যায়।
Alt + F2 একসঙ্গে প্রেস করে মাইক্রোসফট্ এক্সেলে Save as অপশন ওপেন করা যায়।
মাইক্রোসফট্ এক্সেলে কমেন্ট বক্স অ্যাড করতে Shift + F2 একসঙ্গে ব্যবহার করা হয়।
মাইক্রোসফট্ অফিসে ডকুমেন্ট লাইব্রেরী ওপেন করতে Alt + Ctrl + F2 একসঙ্গে প্রেস করা হয়।
Ctrl + F2 প্রেস করলে মাইক্রোসফট্ অফিসে প্রিন্ট প্রিভিউ ওপেন হয়।
গান শোনা বা ভিডিও দেখার সময় Fn + F2 সাউন্ড মিউট করে দেয়া যায়।

F3 এর ৭ কাজ

মাইক্রোসফ্ট এজ, ফায়ারফক্স ওবং গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশন ওপেন করতে F3 ব্যবহার করা হয়।
কম্পিউটারের কিছু কিছু প্রোগ্রামেও F3 প্রেস করলে সার্চ বক্স ওপেন হয়।
কম্পিউটারের ড্রাইভ বা ফোল্ডারেও কোন কিছু সার্চ করতে F3 ব্যবহার করা হয়।
MS-DOS কিংবা Windows command line এ F3 প্রেস করলে সর্বশেষ কমান্ডটি রিপিট হয়।
MacOS X অপারেটিং সিস্টেমে F3 প্রেস করে Mission Control ওপেন করা যায়।
মাইক্রোসফট্ ওয়ার্ডে যে কোনও লেখা সিলেক্ট করে Shift + F3 প্রেস করলে সব ক্যাপিটাল লেটার স্মল লেটারে পরবর্তিত হবে, স্মল লেটার ক্যাপিটাল লেটারে বদলে যাবে, আবার শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে রূপান্তরিত হবে।
মাইক্রোসফট্ আউটলুকে Windows Key + F3 প্রেস করলে Advanced Find উইন্ডো ওপেন হবে।

F4 এর ৭ কাজ

মাইক্রোসফ্ ওয়ার্ডে শেষ কাজটি রিপিট করতে F4 ব্যবহৃত হয়।
উইন্ডোজ এক্সপ্লোরার এবং ইন্টারনেট এক্সপ্লোরারে F4 প্রেস করলে Adress Bar ওপেন হয়।
Space Cadet and 3D Pinball সহ কিছু প্রোগ্রামে F4 প্রেস করে ফুলস্ক্রিণ দেখা হয়।
Ctrl + F4 ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিনে থাকা যে কোনও প্রোগ্রাম বন্ধ করা যায়।
কোনও প্রোগ্রাম ওপেন না থাকলে Ctrl + F4 প্রেস করলে কম্পিউটারের Shut Down ডায়ালগ বক্স অপশন ওপেন হয়।
কিছু ল্যাপটপে Fn + F4 প্রেস করলে স্ক্রিণের ব্রাইটনেস কমে।
Fn + F4 কিছু কিছু ল্যাপটপে ভলিউম কমে।

F5 এর ৫ কাজ

নেট ব্রাউজিং এর সময় ওয়েব পেজ Refresh করতে F5 ব্যবহার করা হয়। F5 প্রেস করলে ওয়েব পেজ রিলোড হয়।
যে কোনও ফোল্ডারে থাকা সব ফাইলও Refresh করা যায় F5 প্রেস করে।
পাওয়ার পয়েন্টে F5 প্রেস করলে স্লাইড শো চালু হয়ে যায়।
মাইক্রোসফট্ ওয়ার্ডে কোন শব্দ বা বাক্য খুঁজতে এবং রিপ্লেস করতে F5 প্রেস করে Find and Replace ডায়ালগ বক্স ওপেন করা হয়।
কিছু ল্যাপটপে Fn + F5 প্রেস করলে স্ক্রিনের উজ্জ্বলতা কমে।

F6 এর ৪ কাজ

গুগল ক্রোমসহ প্রায় সব ব্রাউজারেই ওয়েব লিংক সিলেক্ট করতে F6 প্রেস করা হয়।
F6 প্রেস করলে কোন কোন ল্যাপটপে মাইক্রোফোনের ভলিউম কমে।
মাইক্রোসফট্ ওয়ার্ডের বিভিন্ন ডকুমেন্টের মধ্যে যে কোন কাজের বিনিময় করতে F6 ব্যবহার করা হয়।
Ctrl + Shift + F6 প্রেস করে মাইক্রোসফট্ ওয়ার্ডের এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে যাওয়া যায়।

F7 এর ৬ কাজ

কিছু কিছু ল্যাপটপে F7 প্রেস করে বিল্ট ইন স্পিকার ভলিউম বাড়ানো যায়।
মজিলা ফায়াফক্সে Caret Browsing ওপেন করতে F7 প্রেস করা হয়।
F7 প্রেস করে মাইক্রোসফট্ ওয়ার্ড ডকুমেন্টের Grammar ও Spelling Check উইন্ডো ওপেন করা হয়।
Shift + F7 প্রেস করে মাইক্রসফট্ ওয়ার্ডে লেখা যে কোনও শব্দের প্রতিশব্দ বা রিলেটেড ওয়ার্ড দেখা যায়।
মাইক্রোসফট্ অফিসে Research উইন্ডো ওপেন করতেও Shift + F7 প্রেস করা হয়।
Fn + F7 প্রেস করে কিছু ল্যাপটপে ডিসপ্লে স্কিম এবং সেকেন্ড স্ক্রিণ অপশন ওপেন করা যায়।

F8 এর ৩ কাজ

সচরাচর Windows Recovery system এ যেতে F8 ফাংশন কী-টি ব্যবহৃত হয়।
F8 প্রেস করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারকে সেফ মুডে স্টার্ট করা যায়।
MAC অপারেটিং সিস্টেমে সব ধরণের ওয়ার্কস্পেসে ইমেজের থাম্বনেইল ওপেন করতে F8 প্রেস করা হয়।

F9 এর ৪ কাজ

Microsoft Outlook ও Siebel CRM সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে মেইল পাঠানো ও রিসিভ করতে F9 ব্যবহৃত হয়।
F9 প্রেস করে মাইক্রোসফট্ ওয়ার্ডে ডুকমেন্ট Refresh ও আপডেট করা যায়।
F9 কিছু ল্যাপটপের ক্ষেত্রে ব্রাইটনেস কমাতে কাজ করে থাকে।
ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহৃত অ্যাপল কম্পিউটারে Mission Control ওপেন করতে একসঙ্গে Fn key + F9 ব্যবহার করা হয়।

F10 এর ৬ কাজ

উইন্ডোজ পিসিতে যে কোনও অ্যাপ্লিকেশনের Menu Bar অ্যাক্টিভ করা যায় F10 ফাংশন কী ব্যবহার করে।
এইচপি, সনি ও কমপ্যাক ব্র্যান্ডের ল্যাপটপে hidden recovery partition এর অ্যাক্সেস পেতে F10 কাজ করে থাকে।
F10 প্রেস করে কিছু কম্পিউটারের বায়োস সেট আপে প্রবেশ করা যায়।
কিছু কম্পিউটারের স্ক্রিন ব্রাইটনেস বাড়াতে F10 ব্যবহৃত হয়।
ম্যাক অপারেটিং সিস্টেমে সবগুলো অ্যাক্টিভ প্রোগ্রাম দেখতে হলে F10 প্রেস করতে হয়।
কম্পিউটারের যে কোন হাইলাইট আইকন বা ফাইল এবং ব্রাউজার লিংকে ডাবল ক্লিক যে কাজ করে, ঠিক একই কাজ করে Shift + F10 ফাংশন কী।

F11 এর ৫ কাজ

F11 প্রেস করে যে কোনও ব্রাউজারে ফুল স্ক্রিন অন-অফ করা যায়।
F11 ফাংশন কী প্রেস করে eMachines, Gateway আর Lenovo ব্র্যান্ডের ল্যাপটপে hidden recovery partition অ্যাক্সেস করা যায়।
ম্যাক অপারেটিংয়ে সব ওপেন ফাইল হাইড করতে এবং ডেস্কটপ শো করতে F11 প্রেস করা হয়।
Shift + F11 প্রেস করে মাইক্রোসফট্ এক্সেলে নতুন ওয়াকশিট ওপেন করা যায়।
মাইক্রোসফট্ এক্সেলে নতুন Macro ওয়ার্কশিট ওপেন করতে Ctrl + F11 ব্যবহার করা হয়।

F12 এর ৯ কাজ

মাইক্রোসফট্ ওয়ার্ডে যে কোন ফাইল Save as করতে F12 ফাংশন কী ব্যবহৃত হয়।
মাইক্রোসফট্ ওয়ার্ডে ডকুমেন্ট ওপেন করতে Ctrl + F12 প্রেস করতে পারেন।
মাইক্রোসফট্ অফিসে প্রিন্ট উইন্ডো ওপেন করতে Shift + Ctrl + F12 প্রেস করতে পারেন।
মাইক্রোসফট্ ওয়ার্ডে ডকুমেন্ট সেভ করার জন্যে Ctrl + S এর পরিবর্তে Shift + F12 প্রেস করতে পারেন।
Microsoft Expression Web এ পেজ প্রিভিউ দেখতে প্রেস করতে পারেন F12 কী।
বেশিরভাগ ব্রাউজারের ক্ষেত্রে Developer Tool ওপেন করতে F12 ব্যবহার করা হয়।
পরিচিত সব ব্রাউজারেই Opens Inspect Element ওপেন করতে F12 এর ব্যবহার রয়েছে।
Firebug ব্রাউজারের Debug টুল ওপেন করতে ব্যবহার করতে পারেন F12 ফাংশন কী।
ম্যাক কম্পিউটারে যে কোনও প্রোগ্রামের ড্যাশবোর্ড শো করা ও লুকিয়ে রাখার জন্যে F12 বহুল ব্যবহৃত।

ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।

1 টি মন্তব্য:

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।